ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গল্পের কারণেই ‘এক্সকিউজ মি’তে জুটি বাঁধলেন ভাবনা-রোশান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
গল্পের কারণেই ‘এক্সকিউজ মি’তে জুটি বাঁধলেন ভাবনা-রোশান জিয়াউল রোশান-আশনা হাবিব ভাবনা/ ছবি: রাজীন চৌধুরী

প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নাট্যপরিচালক রায়হান খান। সিনেমার নাম ‘এক্সকিউজ মি’।

এতে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন আশনা হাবিব ভাবনা ও জিয়াউল রোশান।

বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। সেখানেই এ তথ্য তুলে ধরেন নির্মাতা রায়হান খান।  

এ সময় ‘এক্সকিউজ মি’তে ভাবনা ও রোশানকে চুক্তিবদ্ধ করানোর বিষয়ে এ নির্মাতা বলেন, ভাবনার সঙ্গে একাধিক নাটকে কাজ করা হয়েছে। সে আগেই পরীক্ষিত। তাছাড়া আমার এই সিনেমার চরিত্রটি একজন আহ্লাদী মেয়ের, যা ভাবনার সঙ্গে মানানসই। অন্যদিকে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় রোশানের অভিনয় দেখে খুব ভালো লেগেছে। ভাবনার সঙ্গেও মানাবে তাকে।

রায়হান খান বলেন, নায়ক বা নায়িকা নয়, সিনেমায় গল্পই সবচেয়ে শক্তিশালী চরিত্র। আর সেটি সুন্দর উপস্থাপনে সব শ্রেণির মানুষের কাছে পৌঁছাতে পারলেই আমরা সার্থক হবো।

জিয়াউল রোশান, রায়হান খান ও ভাবনা

ভাবনা বলেন, রায়হান খান ভালো পরিচালক, ভালো চিত্রগ্রাহকও, তাই সিনেমা পরিচালনায় তার বাড়তি সুবিধা হবে। সে ক্যামেরার পেছনে থাকলেই সামনের মানুষটি সুন্দরভাবে পর্দায় ফুটে ওঠে। এটি আমার কথা নয়, যারা তার নির্দেশনায় কাজ করেছে সবাই একই কথাই বলবে। সেই বিশ্বাস থেকে তার পরিচালিত প্রথম সিনেমায় আমার কাজ হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই রায়হান খান একটি সিনেমা নির্মাণ করার পরিকল্পনা করে আসছিলেন। অনেকদিন আগেই আমাকে বলেছিল, তিনি সিনেমা নির্মাণ করলে আমাকে নেবেন। সেই কথা তিনি রেখেছেন। এ জন্য তার কাছে কৃতজ্ঞ। আশা করছি, তার নির্মাণে আমাদের এই সিনেমাটি ভালো একটি কাজ হয়ে থাকবে।

বরাবরই রোশানকে অ্যাকশন সিনেমায় দেখা যায়। তার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে কাজ করতে যাওয়ার প্রসঙ্গে ভাবনা বলেন, আমি রোশানের কাজ দেখেছি। ‘অপারেশন সুন্দরবন’ তাকে খুব ভালো লেগেছে। আমার মনে হয় আমাদের জুটির কাজ ভালোই হবে। গল্প যদি ঠিক থাকে তখন আপনা আপনি কাজ ভালো হয়ে যায়। আমি সবসময় বলি, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট ও নির্মাতা।

এদিকে, চিত্রনায়ক রোশান বলেন, সিনেমার গল্পটি দারুণ। গল্পের কারণেই সিনেমাটিতে যুক্ত হওয়া। তাছাড়া পরিচালকের কাজের অনেক প্রশংসা শুনেছি। আর ভাবনার সঙ্গে আগে থেকেই পরিচয় আছে। এর আগেও আমাদের দুজনের একসঙ্গে কাজ করার কথা ছিল। সে সময় ব্যাটে-বলে মেলেনি। এবার সেই সুযোগ হচ্ছে। আশা করি এই কাজটি বেশ ভালো হবে।  

প্রসঙ্গত, সিনেমা নির্মাণের আগে রায়হান খান চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছিলেন। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার চিত্রনাট্য করেছিলেন তিনি। সিনেমাটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়।  

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।