ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গানে গানে মুখর ফুয়াদ লাইভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
গানে গানে মুখর ফুয়াদ লাইভ

সুরের নিদারুণ নৈপুণ্যে সম্পন্ন হলো ফুয়াদ লাইভ। রোববার (২৫ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি)  এক্সপো জোনে গান, পারফরমেন্স ও সুরের এক মিতালি হয়ে জমে ওঠে পুরো মঞ্চ।

 

এদিন একই মঞ্চে ১৪ বছর পর বেইজ বাবা সুমন, ফুয়াদ ও আনিলার গানে মুখর হলো চারিদিক। নিটোল পায়ের রিনি ঝিনিতে শ্রোতারা হলো বিমোহিত। চিরচেনা এই গানের তালে সুর তুললো সবাই। এ যেন ছিল সঙ্গীতপ্রেমীদের জন্য এক স্বপ্নিল সন্ধ্যা।  

এই কনসার্টে আরও ছিল মোট ৩০ তারকার সঙ্গীত জমকালো পরিবেশনা। স্কাই ট্র্যাকার লিমিটেডের আয়োজনে কনসার্টটি অনুষ্ঠিত হয়।  

কনসার্টের শুরুতেই মঞ্চে ওঠেন হাসিব। কণ্ঠে তুলে নেন সবার প্রিয় গান ‘ডাক দিয়াছেন দয়াল আমারে' গানটি। ফুয়াদ ইন্ট্রো বিভাগে মঞ্চে ‘তুমি হীনা’ গানটি পরিবেশন করেন ফাইরুজ। এরপর তাশফি নিয়ে আসেন তার বেশ কয়েকটি গান। এরপরেই জেফার মঞ্চ মাতান ‘ব্যস্ত শহরে’ গানটি দিয়ে।

এলিটা করিম মঞ্চে ওঠেন ‘কোথায়’ গানটি দিয়ে। পরে সঙ্গীত পরিবেশন করেন পান্থ কানাই, ব্যাক জাং, আলী হাসান। এরপর আবার মঞ্চে আসেন ফাইরুজ এবং ফুয়াদ ইন্ট্রো পার্ট শেষ করেন।

এবার রাফা ইন্ট্রোতে একে একে পারফর্ম করেন, রাফা, আশরিন, জাকি আদনানা, জোহাদ এবং রিয়াসাত। সর্বশেষ পার্ট ছিল, বেইজ বাবা সুমন ইন্ট্রো। এতে গানের সূচনা করেন বেইজ বাবা সুমন নিজেই। এরপর আসেন আনিকা, তাশফি, হাসিব, জোহান ও হাসিব। এভাবেই একে একে দেশের জনপ্রিয় মোট ৩০ জন তারকা শিল্পী গান পরিবেশন করেন।  

সুমন ও আনিলার ‘গাইবো না আর কোনো গান’ এর মূর্ছনায় মুখর হয়ে ওঠে পুরো জনস্রোত। একই সঙ্গে মঞ্চে ১৪ বছর পর গান পরিবেশনা করে ফুয়াদ, আনিলা ও বেইজ বাবা সুমন। ফুয়াদের ‘নিটোল পায়ে’ আরও ঝড় তোলে স্রোতাদের মধ্যে।  

এর আগে দর্শকদের জন্য এক্সপো জোনের গেট ওপেন হয়েছিল বিকেল ৫টায়। তখন থেকেই ফ্যানদের তীব্র স্রোত দেখা যায়। ফুয়াদ লাইভ এর টেলিকম পার্টনার হিসেবে ছিল বাংলালিংক, টিকেটিং পার্টনার ছিল গেট সেট রক, পিআর পার্টনার মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ। ফুয়াদ লাইভ কনসার্টে আরও সংযুক্ত ছিল বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফোরাম কমিউনিটি।  

স্কাই ট্র্যাকার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলান বলেন, সর্বশেষ যখন ফুয়াদের সঙ্গে কাজ করি তখন ২০১৯ সাল। সেসময় সবকিছু খুব অন্য রকম ছিল। করোনাবিহীন এক পৃথিবী ছিল। আজ প্রায় তিন বছর পর ফের ফুয়াদ মঞ্চে, তার সঙ্গে কাজের অভিজ্ঞতায় আমার নিজস্ব ভালোলাগা বেশি। এই দীর্ঘ বিরতির পর ফুয়াদ মঞ্চে এসেছে, সঙ্গে বেইজ বাবা সুমন আর আনিলা, রাফার এই অবিস্মরণীয় পারফরম্যান্স মন্ত্রমুগ্ধকর ছিল।

বাংলাদেশ সময়:২২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এনএটি/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।