ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চঞ্চল চৌধুরীর বাবা মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
চঞ্চল চৌধুরীর বাবা মারা গেছেন

অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী মারা গেছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাজধানীর গ্রীণ লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনেতা চঞ্চলের বাবার মৃত্যু খবরটি জানিয়েছেন অভিনেত্রী শাহানাজ খুশি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০।

জানা যায়, দুই সপ্তাহ ধরে চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী হাসপাতালের ভর্তি ছিলেন। তার চিকিৎসা চলছিল আইসিইউতে। মঙ্গলবার সন্ধ্যায় স্ট্রোক করে তিনি মারা যান।

শাহানাজ খুশি বলেন, চঞ্চলের নিজ এলাকা পাবনার সুজানগর উপজেলার কামারহাট বুধবার (২৮ ডিসেম্বর) তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।

এর আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে হাসপাতালে ভর্তি হন বাবা রাধা গোবিন্দ চৌধুরী। দীর্ঘদিন তিনি চিকিৎসাধীন ছিলেন। বাবার অসুস্থতার খবর জানিয়েছিলেন চঞ্চল চৌধুরী নিজেই।

সামাজিকমাধ্যম ফেসবুকে বাবাকে নিয়ে স্মৃতিচারণ করে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছিলেন ‘মনপুরা’র সোনাই। সেখানে বাবার অসুস্থতার কথা জানিয়ে এই অভিনেতা লিখেছিলেন, কয়েকটা দিন হলো, বাবা হাসপাতালের বিছানায় অচেতন। চোখের জলে আমাদের বুক ভেসে যায়। আর প্রার্থনা করি, আমার বাবা সুস্থ হয়ে উঠুক।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।