ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

বিনোদন

বাবার শরীরের কোমল উষ্ণতা খুঁজে ফিরছি: চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
বাবার শরীরের কোমল উষ্ণতা খুঁজে ফিরছি: চঞ্চল চৌধুরী বাবার সঙ্গে চঞ্চল চৌধুরী

অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় মারা গেছেন। বুধবার তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

এ সময় কান্নায় ভেঙে পড়েন চঞ্চল। বাবার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না অভিনেতা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকে বাবাকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন।

যেখানে চঞ্চল লেখেন, ২৭ ডিসেম্বর রাতে, বাবা আমাদের সকলের মায়া মমতা ত্যাগ করে, ইহলোক ত্যাগ করে চলে গেল পরলোকে। গতকাল নিজগ্রাম কামারহাটের পদ্মাপাড়েই তার শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে বাবা মিশে গেল এই গ্রামেরই আলো বাতাসে,পদ্মার জলে।

অভিনেতা আবেগস্পর্শী বাক্যে লেখেন, সন্ধ্যায় ধর্মীয় আচার শেষে যখন নদীর পাড় থেকে বাড়ি ফিরলাম, তখন ভুলেই গেছিলাম যে, বাবাকেই তো নদীর পাড়ে রেখে এসেছি। সারা রাত দুই চোখের পাতা এক করতে পারিনি। সারা বাড়ি ময়, ঘর ময় যেন বাবা গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে। এই বুঝি কখন আমায় ডাক দিয়ে বলবে, চঞ্চল…বাবা ঘুমাইছো?

এই অভিনেতা লেখেন, বাবার কোনো কথা আর কোনো দিন কানে বাঁজবে না, বাবাকে দেখতে পাবো না, এগুলো কোন ভাবেই মেনে নিতে পারছি না। যখন এই কথাগুলো লিখছি, শীতের এই সকালে বাবার শাল টাই আমার শরীরে জড়ানো। যে জায়গায় রোদে বসে আছি, এ জায়গায় বসেই বাবা রোদ পোহাতো।

চঞ্চল চৌধুরী চরম বাস্তবতাকে মেনে লেখেন, রোদের উষ্ণতা নয়, বাবার শরীরের কোমল উষ্ণতা খুঁজে ফিরছি এখন, বাকী জীবনটা হয়তো এভাবেই খুঁজতে হবে।

শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়ে চঞ্চল বলেন, বাবার প্রয়াণে যে সকল সুহৃদ আমাদেরকে নানান ভাবে সমবেদনা জানিয়েছেন, শেষকৃত্য অনুষ্ঠান পর্যন্ত আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।