ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে বক্তৃতা দেবেন তানভীর মোকাম্মেল

বিনোদন ডেস্ক   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে বক্তৃতা দেবেন তানভীর মোকাম্মেল

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম অগ্রণী ব্যক্তিত্ব মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৪ মে কলকাতার সরলা রায় মেমোরিয়াল প্রেক্ষাগৃহে কালচারাল ডায়ালগ ফিল্ম সোসাইটির আয়োজনে “মৃণালের ভুবনে মৃণাল সন্ধান” অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা রাখবেন বাংলাদেশের বিকল্প ধারার চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল।  

অতিথি হিসেবে আরও থাকবেন সুহাসিনী মুলে, পথিক ভাট, ধৃতিমান চট্টোপাধ্যায় সহ সংস্কৃতি জগতের গুণীজনেরা।

অনুষ্ঠানে “চলচ্চিত্র-বিশ্বে মৃণাল সেন” বিষয়ের আলোকে আলোচনা করবেন বক্তারা। এ ছাড়া থাকবে বিশেষ তথ্যচিত্র প্রদর্শনী ও সাংগীতিক পরিবেশনা। কালচারাল ডায়ালগের বিশেষ আমন্ত্রণে তানভীর মোকাম্মেল এ অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১২ মে কলকাতায় যাবেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।