ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তারকারা কে কোথাকার ভোটার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
তারকারা কে কোথাকার ভোটার

রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরে অন্য সবার মতো শোবিজ তারকাদের মাঝেও রয়েছে বাড়তি উচ্ছ্বাস।

তাই তারকারা কে, কোথায় ভোট দিচ্ছেন তা নিয়ে সবার মাঝে রয়েছে আলাদা আগ্রহ।

জানা গেছে, রাজধানীর অভিজাত এলাকা গুলশানের বাসিন্দা সুপারস্টার শাকিব খান। তার এলাকাটি ‘ঢাকা ১৭’ আসনের অন্তর্ভুক্ত। গেল নির্বাচনে মাকে নিয়ে গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন শাকিব। এই নির্বাচনের আগে তিনি ওমরাহ হজ পালনে মক্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তাই এবার ভোট দেওয়া হবে না তার।  

চিত্রনায়ক রিয়াজ থাকেন রাজধানীর বনানীতে। তার বসবাসের এলাকাটি ‘ঢাকা ১৭’ আসনে। নির্বাচনের দিন ভোট প্রদান শেষে সারাদেশের নির্বাচনী খোঁজ খবর রাখবেন।

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা। ঢাকা-১৭ আসনের ভোটার তিনি। চিত্রনায়িকা পূর্ণিমা ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ এলাকার ভোটার। সেই হিসেবে তিনি ‘ঢাকা ১৮’ আসনের ভোটার।

চিত্রনায়িকা অপু বিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা। এলাকাটি ঢাকা ১১ আসনে অন্তর্ভুক্ত। নিজে ভোট দেওয়ার পর চিত্রনায়ক ফেরদৌসের জন্য ঢাকা ১০ আসনে প্রচারণায় যুক্ত হবেন তিনি।

নায়িকা নিপুণ আক্তার থাকেন ঢাকার বনানীতে। এই এলাকাটিও পড়ে ঢাকা ১৭ আসনে। ভোটের দিন ভোট দিয়ে তিনিও ফেরদৌসের পক্ষে তার সঙ্গে থাকতে পারেন।

অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার। শাহজাহানপুরের ভোটার চঞ্চল চৌধুরী দিনের শুরুতেই ভোট দেবেন তিনি।

ঢাকা-১০ আসনের ভোটার জাহিদ হাসান। ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা কণ্ঠশিল্পী কোনাল। তিনি ঢাকা ১৩ আসনের ভোটার। মেহজাবীন চৌধুরী বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা, তিনি ঢাকা-১১ আসনের ভোটার। তবে তিনি এই মুহূর্তে মালয়েশিয়াতে অবস্থান করছেন।

এদিকে, সিয়াম আহমেদ থাকেন রাজধানীর রাজারবাগে, তিনি ঢাকা-১৯ আসনের ভোটার, নায়ক মামমুন ইমন ঢাকা-১১ আসনের বসুন্ধরা আবাসিক এলাকার ভোটার, বাপ্পী নারায়ণগঞ্জ-৪ আসনের চাষাড়া এলাকার ভোটার, সাইমন সাদিক কিশোরগঞ্জ-১ আসনের ভোটার। জায়েদ খান পিরোজপুর-১ আসনের ভোটার।  

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।