ঢাকা, সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কাজের স্বীকৃতি পেলেন আর এইচ সোহেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
কাজের স্বীকৃতি পেলেন আর এইচ সোহেল

ছোট পর্দার প্রযোজক ও নির্মাতা রাকিবুল হোসেন সোহেল। যিনি আর এইচ সোহেল নামে শোবিজে বেশ পরিচিত।

দীর্ঘ ২৫ বছর ধরে তিনি নির্মাণের সঙ্গে জড়িত তিনি।

এ পর্যন্ত তিনি ৩ হাজারের অধিক নাটক প্রযোজনা করেছেন। নির্মাণ করেছেন আড়াইশোর মতো নাটক। প্রযোজনা ও নির্মাণ দুই মাধ্যমেই সমানতালে ব্যস্ত তিনি। এই ব্যস্ততা বেশ উপভোগ করেন আর এইচ সোহেল।

সম্প্রতি সোহেল কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেয়েছেন। ২০২৩ সালের সেরা নির্মাতা হিসেবে ইন্টারন্যাশনাল এচিভার্স অ্যাওয়ার্ড পেয়েছেন। সম্প্রতি এই অ্যাওয়ার্ড লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। এমন অর্জনে আনন্দিত আর এইচ সোহেল।  

অনুভূতি জানিয়ে তিনি বলেন, এমনটা কখনো আশা করিনি। পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে। পুরস্কার সবসময় কাজে আরও বেশি আগ্রহী করে। সামনে আরও ভালো কাজ করার চেষ্টা অব্যাহত থাকবে।

এই প্রযোজক-নির্মাতা বর্তমানে ব্যস্ত আছেন আসন্ন ঈদের কাজ নিয়ে। প্রচারের অপেক্ষায় আছে তার ‘অসহায় মা’, ‘মা কেনো চাকর’, ‘প্রথম দেখা’। তিনি জানিয়েছেন, আগামী বছর চলচ্চিত্রে নির্মাণে হাত দেবেন। তার প্রযোজিত নির্মিতব্য দুটি সিনেমা হচ্ছে ‘উজান গাঙের ঢেউ’ ও ‘আউয়াল’।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘টিয়ার খাঁচা’, ‘সোনা বউ’, ‘মায়ের সম্মান’, ‘বাবা কেনো চাকর’, ‘কালো জামাই’ প্রভূতি।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।