ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঘরে ঝুলছিল জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
ঘরে ঝুলছিল জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ

ফের শোক নেমে এলো ভারতের বিনোদন জগতে। দেশটির হায়দরাবাদে নিজের বাড়িতে মিলল কন্নড় সিনেমা ও টেলিভিশন অভিনেত্রী শোভিতা শিবন্নার মরদেহ।

 

রোববার ( ১ ডিসেম্বর) তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

পুলিশ সূত্রে জানা গেছে, শোবিতা শিবন্নার বাড়ির একটি কক্ষে প্রবেশ করে দেখা গেছে তার দেহ ঝুলছে। তাই প্রাথমিকভাবে এই মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলেই অনুমান করা হচ্ছে।  

তবে কী কারণে আত্মহননের পথ বেছে নিয়েছেন ৩০ বছরের অভিনেত্রী তার কারণ জানাতে পারেনি পুলিশ। শোভিতার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠানো হয়। রিপোর্ট পেলে কারণ বলা যাবে।

গাছিবাউলি থানার পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে অভিনেত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ইতোমধ্যেই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।

শোভিতাকে ‘ইরাডোন্ডলা মুরু’, ‘ওন্ধ কাথে হেলা’র মতো ছবিতে দেখা গেছে। এছাড়াও তিনি ‘গালিপাতা’, ‘মঙ্গলা গৌরী’, ‘কৃষ্ণা রুক্মিণী’র মতো ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করছিলেন।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।