ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

বিনোদন

শিশুশিল্পী আদিতের এগিয়ে চলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১১
শিশুশিল্পী আদিতের এগিয়ে চলা

সাড়ে নয় বছরের শিশুশিল্পী আদনান শাহরিয়ার আদিত। মাইলস্টোন ইংলিশ মিডিয়াম স্কুলের স্ট্যান্ডার্ড ফোরে পড়ছে।

এরই মধ্যে বেশকিছু টিভিনাটকে অভিনয় আর বিজ্ঞাপনের মডেল হয়ে পরিচিতি পেয়েছে আদিত।

শিশুশিল্পী আদনান শাহরিয়ার আদিত অভিনিত প্রথম নাটক ছিল বৈশাখী টেলিভিশনে প্রচারিত ৬০ পর্বের ধারাবাহিক ব্ল্যাক মেইল। এ নাটকে তার সহ শিল্পীরা ছিলেন ডলি জহুর, মজিবুর রহমান দিলু, রওনক হাসান, ফজলুর রহমান বাবু, শেগুফতা, মাসুম আজিজ প্রমুখ। আদিত আরো যেসব নাটকে অভিনয় করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আরটিভিতে প্রচারিত মোবাইল ভালবাসা, মাই টিভির অশ্ব ডিম্ব প্রভৃতি।   বর্তমানে  একশো পর্বের ধারাবাহিক নাটক লুকোচুরিতে অভিনয় করবেন। যার শুটিং শুরু হচ্ছে শিগগিরই।

আদিত সম্প্রতি একাধিক বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচারিত তার বিজ্ঞাপন গুলো হচ্ছে ফেয়ার ম্যাক্স ওয়েল, ফেয়ারম্যাক্স লোশান এবং ল্যান্ডমার্ক স্কুল এন্ড কলেজ।

পড়াশোনার পাশাপাশি আদনান শাহরিয়ার আদিত নিয়মিত অভিনয় চালিয়ে যেতে চায়। সে স্বপ্ন দেখে একজন বড় অভিনেতা হওয়ার।

বাংলাদেশ সময় ১৮১০, মার্চ ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।