ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

উপলক্ষ স্বাধীনতা দিবস

আরটিভিতে ৭ দিনের মুক্তিযুদ্ধের নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১
আরটিভিতে ৭ দিনের মুক্তিযুদ্ধের নাটক

২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আরটিভি সাত দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিশেষ নাটক প্রচার করবে। এই আয়োজন চলবে ২০ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত।

প্রতিদিন রাত  সাড়ে ৮টায় প্রচার হবে মুক্তিযুদ্ধের কাহিনীভিত্তিক এসব একক নাটক।

২০ মার্চ প্রচার হবে নরেশ ভুঁইয়ার পরিচালনায় নাটক ‘গর্ভধারিণী’। এতে অভিনয় করেছেন : ফজলুর রহমান বাবু, প্রভা, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ।

২১ মার্চ প্রচার হবে রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় নাটক ‘অহল্যা’। এতে  বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন : রাইসুল ইসলাম আসাদ, শর্মিলী আহমেদ, আফরোজা বানু, সাবেরী আলম শ্রাবন্তী প্রমুখ।

২২ মার্চ প্রচার হবে আহমেদ সুস্ময়ের পরিচালনায় ‘ধনধান্যে পুষ্পে ভরা’। এতে অভিনয় করেছেন : মঞ্জু রহমান, তানভীর আহমেদ, আলিফ, সারিকা, সাবেরী আলম প্রমুখ।

২৩ মার্চ প্রচার হবে রোকেয়া প্রাচীর পরিচালনায় ‘বাবার মৃত্যু’। এতে অভিনয় করেছেন : তৌকীর আহমেদ, তারিন, দিলারা জামান প্রমুখ।

২৪ মার্চ প্রচার হবে সৈয়দ মোশারফের পরিচালনায় ‘রূপসী রহস্য’। এতে অভিনয় করেছেন : তারানা হালিম, লিটু আনাম, দীপা খন্দকার, শিরিন বকুল প্রমুখ।

২৫ মার্চ প্রচার হবে ‘শোণিত চেতনায় মুক্তিযুদ্ধ’। পরিচালনায় মঈন খান রুপী।

২৬ মার্চ প্রচার হবে ‘যুদ্ধ বীরাঙ্গনার যুদ্ধ’। পরিচালনায় রোকেয়া প্রাচী। অভিনয় করেছেন : শহীদুজ্জামান সেলিম, সুইটি।

বাংলাদেশ সময় ১৫০৫, মার্চ ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।