ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

মঞ্চে জেনেসিস থিয়েটারের

‘দামাল ছেলে নজরুল’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১
‘দামাল ছেলে নজরুল’

বাংলাদেশের মঞ্চে অনেক রবীন্দ্র নাটক থাকলেও জাতীয় কবি নজরুলের নাটক নেই বললেই চলে। মঞ্চের এই শূণ্যতা পূরণে এগিয়ে এসেছে জেনেসিস থিয়েটার।

দলটি ঢাকার মঞ্চে নিয়মিত নজরুল-নাটক চর্চা করছে। এই ধারাবাহিকতায় ২০ মার্চ রবিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে দলটি নজরুলের জীবন কাহিনী নিয়ে নির্মিত ‘দামালছেলে নজরুল’ নাটকটি মঞ্চায়ন করতে যাচ্ছে।

জেনেসিস থিয়েটার ‘দামালছেলে নজরুল’  নাটকের রচয়িতা মাহমুদ উল্যাহ, নির্দেশনায় রয়েছেন নূর হোসেন রানা। নির্দেশক  নাটকটি সম্পর্কে বলেন, অসাম্য-অন্যায় আর অনৈতিকতার বিরুদ্ধে প্রতিকী প্রতিবাদ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ছেলেবেলায় বাবাকে হারিয়ে ছোট বোন আর মাকে নিয়ে নজরুলের কষ্টের জীবন শুরু। লেটোর দলে গান, রুটির দোকানে চাকরী, রানীগঞ্জে ‘শিয়ারশোল’ স্কুলে ভর্তি, ইংরেজদের বিরুদ্ধে হাবিলদার নজরুল, অতঃপর বাঙ্গালী পল্টন ভেঙ্গে দেওয়ার পর অন্যায়ের বিরুদ্ধে কলম নামক অস্ত্র হাতে নিয়ে সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় আকাশ ফাটানো ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশ-এসব নিয়ে নাটকটির কাহিনী। এর মধ্যে রয়েছে সিতারা, বৌদি, পিনাকীদের ভালবাসার গল্প।

‘দামালছেলে নজরুল’  নাটকে অভিনয় করেছেন নিথর মাহবুব, ইমন, শাওন, ইকবাল, তাহের, রনি, ফারজানা, সচি, সাকিব, সাবা, কাকন, রায়মা, স্ট^পন, ফেন্সি, কাজল,পাপ্পু, তালুকদার প্রমুখ।

বাংলাদেশ সময় ১৯৩০, মার্চ ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।