ছোটপর্দার আটজন তারকা উড়াল দিচ্ছেন ব্যাংককের উদ্দেশ্যে। ঘোরাঘুরি নয়, উদ্দেশ্য নাটকের কাজ।
৪ জানুয়ারি সকালে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এ তারকারা। সঙ্গে থাকবেন রহমতুল্লাহ তুহিন। তিনিই এ নাটকটির পরিচালক। তুহিন বাংলানিউজকে জানিয়েছেন, ‘গন্তব্য নিরুদ্দেশ’ ৫২ পর্বের নাটক। পুরো অংশের কাজ শেষ করে তবেই দেশে ফেরার পরিকল্পনা তাদের। সেখানে থাকবেন প্রায় কুড়ি দিন।
‘গন্তব্য নিরুদ্দেশ’ কয়েকজন ব্যাংকক প্রবাসী মানুষের গল্প। এদের মধ্যে কয়েকদিনের জন্য ঘুরতে যাওয়া চরিত্রও আছে। কেউ সেখানে চাকরি করছেন, কেউ গান করেন, কেউ যৌনকর্মী, রয়েছেন দাগী সন্ত্রাসীও। শেষমেষ কোথায় তাদের ঠিকানা সেটাই ‘গন্তব্য নিরুদ্দেশ’-এর গন্তব্য। এটি লিখেছেন পান্থ শাহরিয়ার।
বাংলাদেশ সময় : ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪