ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

যেসব আয়োজনে বছর শুরু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
যেসব আয়োজনে বছর শুরু মাছরাঙা টিভির ‘জয় হে মানুষ’ নাটকে তিশা ও তারিক আনাম খান

বছর যাচ্ছে, বছর আসছে। ২০১৪ শেষ, এবার ২০১৫ কে বরণ করে নেওয়ার পালা।

নতুন প্রত্যাশা-সম্ভাবনা-স্বপ্ন নিয়ে নতুন বছরের প্রথম দিনটি পালন করবে সবাই। বসে নেই দেশের টিভি চ্যানেলগুলোও। তারা হাজির হচ্ছে বিশেষ অনুষ্ঠান নিয়ে।

জয় হে মানুষ
মাছরাঙা টিভিতে রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘জয় হে মানুষ’। লিখেছেন ফারুক হোসেন, পরিচালনায় হিমেল আশরাফ। অভিনয়ে তিশা, তারিক আনাম খান, প্রাণ রায় প্রমুখ।

অন্ধ আমজাদ হোসেনের একমাত্র মেয়ে মায়া। মায়ের ২০ ভরি গহনা নিয়ে পালায় সে। একই বাসে বাবা মেয়ে থাকলেও অন্ধ বাবা সেটা বুঝতে পারে না। মায়া বাবার কাছ থেকে লুকিয়ে থাকে। রাস্তায় হঠাৎ বাস নষ্ট হয়ে যায়।

এটিএন বাংলায় নতুন ৩ অনুষ্ঠান
‘চায়ের চুমুকে’, ‘মুভিয়ানা’ ও ‘লেট নাইট ক্যাফে’ নামে ৩টি নতুন অনুষ্ঠান শুরু করছে এটিএন বাংলা। রবি থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় থাকবে ‘চায়ের চুমুকে’। উপস্থাপনা ইমতু ও শবনম ফারিয়া। গ্রন্থনা ও পরিচালনায় ফয়সাল মাহমুদ। চলচ্চিত্র নির্মাণ ও এর ব্যবহারিক দিক নিয়ে থাকবে ‘মুভিয়ানা’। পরিচালনা আসলাম শিকদার। শুরু হচ্ছে সংগীতানুষ্ঠান ‘লেট নাইট ক্যাফে’। ১৫ জানুয়ারি থেকে প্রচার শুরু হবে। পরিচালনা মুকাদ্দেম বাবু।

‘দিন প্রতিদিন’-এ ন্যান্সি
নতুন বছরের প্রথম সকালে শোনা যাবে ন্যান্সির কথা। সকাল সাড়ে ৮টায় বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে আসবেন ন্যান্সি। গাইবেন, বলবেন নতুন বছরের স্বপ্ন সম্ভাবনার কথা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন খায়রুল বাবুই।

তোমায় গান শোনাবো
মাছরাঙা টিভিতে রাত ১১টায় প্রচার হবে সরাসরি গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’। গান গাইবেন তানভীর আলম সজীব। উপস্থাপনা কৌশিক শংকর দাশ, প্রযোজনা সাইফুল ইসলাম।

মিউজিক স্টেশন-এ জন ও এলিটা
আরটিভির সরাসরি গানের অনুষ্ঠান ‘মিউজিক স্টেশন’-এ আসছেন জন ও এলিটা। রাত ১২টা ৫ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। উপস্থাপনা ঈশিকা খান, প্রযোজনা শাহ আমীর খসরু।

সময় কাটুক গানে গানে
রাত ১১টায় বৈশাখী টিভিতে প্রচার হবে লাইভ সংগীতানুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’। অনুষ্ঠানে গান শোনাবেন এস আই টুটুল। উপস্থাপনা ফারহানা নিশো, প্রযোজনা ইসলাম শফিক।

আইকনিক টিউনস
চ্যানেল নাইনে রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে লাইভ স্টুডিও কনসার্ট ‘আইকনিক টিউনস’। গান গাইবেন মেহরাব ও কর্নিয়া। প্রযোজনা সাইফ উদ্দিন রিফাত।

বাংলাদেশ সময় : ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।