ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বিনোদন

৪১তম পিপলস চয়েস অ্যাওয়ার্ডস

দর্শকভোটে পুরস্কার জিতলেন যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
দর্শকভোটে পুরস্কার জিতলেন যারা

রূপালি পর্দায় ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান ও ব্যাটম্যানের মতো সুপারহিরোরাই দর্শকদের সবচেয়ে প্রিয়। এ বছরের পিপলস চয়েজ অ্যাওয়ার্ডসে সুপারহিরোনির্ভর ছবিগুলোর জয়জয়কার ওই বার্তাই দিলো আরেকবার।



যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে ৭ জানুয়ারি এই অ্যাওয়ার্ডসের ৪১তম আসরের পুরস্কার দেওয়া হয়। ‘আয়রন ম্যান’ ও ‘অ্যাভেঞ্জার্স’ তারকা রবার্ট ডাউনি জুনিয়র টানা চতুর্থবারের মতো জনপ্রিয় অভিনেতা হলেন। এ ছাড়া জনপ্রিয় নাটুকে অভিনেতার পুরস্কারও গেছে তার ঘরে। ‘আয়রন ম্যান’ ও ‘অ্যাভেঞ্জার্স’ ছবিতে ডাউনির সহশিল্পী ‘ক্যাপ্টেন আমেরিকা’খ্যাত ক্রিস ইভান্স জিতেছেন জনপ্রিয় অ্যাকশন তারকার পুরস্কার। টানা পঞ্চমবারের মতো জনপ্রিয় কমেডি অভিনেতা হয়েছেন অ্যাডাম স্যান্ডলার।

জনপ্রিয় অভিনেত্রী এবং জনপ্রিয় অ্যাকশন অভিনেত্রী দুটি পুরস্কারই পেয়েছেন জেনিফার লরেন্স। মুক্তি প্রতীক্ষিত ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’ ছবির সহশিল্পী বেন অ্যাফ্লেককে জনপ্রিয় দরদি তারকার পুরস্কার তুলে দেন অভিনেত্রী অ্যামি অ্যাডামস। কঙ্গোর পূর্বাঞ্চলের সুবিধাবঞ্চিত নাগরিকদের জীবনমান উন্নয়নে কূটনীতি পরিবর্তনের চেষ্টা ও সহায়তা প্রদানের জন্য তার প্রশংসা করা হয়।

‘ক্যাপ্টেন আমেরিকা’, ‘গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি’, ‘টুয়েন্টি টু জাম্প স্ট্রিট’ এবং ‘এক্স-মেন : ডেজ অব ফিউচার পাস্ট’ ছবিগুলোকে টপকে জনপ্রিয় ছবি ও জনপ্রিয় পারিবারিক ছবি নির্বাচিত হয়েছে অ্যাঞ্জেলিনা জোলির ‘মেলফিসেন্ট’।

৯৩ বছর বয়সী অভিনেত্রী বেটি হোয়াইট জনপ্রিয় টিভি আইকন নির্বাচিত হয়েছেন। জনপ্রিয় টিভি অনুষ্ঠানের পুরস্কার পেয়েছে ‘দ্য বিগ ব্যাং থিওরি’। নতুন টিভি সিরিজ ‘হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার’-এর জন্য জনপ্রিয় টিভি অভিনেত্রী হয়েছেন ভিওলা ডেভিস।

গানের বিভাগে টেলর সুইফট জিতেছেন জনপ্রিয় গায়িকা এবং জনপ্রিয় পপ গায়িকার পুরস্কার। এ ছাড়া সবচেয়ে জনপ্রিয় গান হয়েছে তার ‘শেক ইট অফ’। জনপ্রিয় গায়কের পুরস্কারজয়ী এড শীরানের ‘এক্স’ হয়েছে জনপ্রিয় অ্যালবাম। জনপ্রিয় হিপহপ শিল্পীর পুরস্কার উঠেছে মার্কিন গায়িকা ইজি অ্যাজালিয়ার হাতে। তিনি ‘বেগ ফর ইট’ গানটি পরিবেশন করেন।

৪১তম আয়োজনের বিজয়ীরা
জনপ্রিয় ছবি : মেলফিসেন্ট
জনপ্রিয় অ্যাকশন ছবি : ডাইভারজেন্ট
জনপ্রিয় পারিবারিক ছবি : মেলফিসেন্ট
জনপ্রিয় কমেডি ছবি : টুয়েন্টি টু জাম্প স্ট্রিট
জনপ্রিয় ড্রামাটিক ছবি : দ্য ফল্ট ইন আওয়ার স্টারস
জনপ্রিয় থ্রিলার ছবি : গন গার্ল
জনপ্রিয় অভিনেতা : রবার্ট ডাউনি জুনিয়র
জনপ্রিয় অভিনেত্রী :  জেনিফার লরেন্স
জনপ্রিয় অভিনেতা (বয়স ২৫-এর নিচে):
জনপ্রিয় ড্রামাটিক অভিনেতা : রবার্ট ডাউনি জুনিয়র
জনপ্রিয় ড্রামাটিক অভিনেত্রী : ক্লো গ্রেস মোরেৎজ
জনপ্রিয় অ্যাকশন অভিনেতা : ক্রিস ইভান্স
জনপ্রিয় অ্যাকশন অভিনেত্রী : জেনিফার লরেন্স
জনপ্রিয় কমেডি অভিনেতা : অ্যাডাম স্যান্ডলার
জনপ্রিয় কমেডি অভিনেত্রী : মেলিসা ম্যাককার্থি
জনপ্রিয় জুটি : শেইলিন উডলি ও থিও জেমস (ডাইভারজেন্ট)
জনপ্রিয় গায়ক : এড শীরান
জনপ্রিয় গায়িকা : টেলর সু্ইফট
জনপ্রিয় আরঅ্যান্ডবি গায়ক : ফ্যারেল উইলিয়ামস
জনপ্রিয় হিপহপ শিল্পী : ইজি অ্যাজালিয়া
জনপ্রিয় পপ গায়িকা : টেলর সু্ইফট
জনপ্রিয় কান্ট্রি মিউজিক গায়ক : হান্টার হেইস
জনপ্রিয় কান্ট্রি মিউজিক গায়িকা : ক্যারি আন্ডারউড
জনপ্রিয় কান্ট্রি মিউজিক ব্যান্ড : লেডি অ্যান্টিবেলাম
জনপ্রিয় ব্যান্ড : মেরুন ফাইভ
জনপ্রিয় গান : শেক ইট অফ (টেলর সু্ইফট)
জনপ্রিয় অ্যালবাম : এক্স (এড শীরান)
জনপ্রিয় নতুন ব্যান্ড : ফাইভ সেকেন্ডস অব সামার
জনপ্রিয় দরদি ব্যক্তিত্ব : বেন অ্যাফ্লেক

* পিপলস চয়েজ অ্যাওয়ার্ডসে ইজি অ্যাজালিয়ার পরিবেশনা :


* পিপলস চয়েজ অ্যাওয়ার্ডসে ফল আউট বয় ব্যান্ডের পরিবেশনা :


বাংলাদেশ সময় : ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।