ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিশ্বকাপ ক্রিকেট নিয়ে গান

মোবাইল ফোনে এলো বাংলানিউজের ‘বাংলাদেশ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
মোবাইল ফোনে এলো বাংলানিউজের ‘বাংলাদেশ’

বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের পরিকল্পনায় তৈরি হয়েছে একটি গান। গত ১৮ জানুয়ারি ইউটিউবে উন্মুক্ত হয় এর মিউজিক ভিডিও।

এবার গানটি প্রকাশ হলো মোবাইল ফোনে। এক্ষেত্রে প্রযুক্তি সহায়তা দিচ্ছে লাইভ টেকনোলজিস।

প্রাথমিকভাবে দেশের চারটি মোবাইল ফোন প্রতিষ্ঠান গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও টেলিটকের গ্রাহকরা এই গানটি ওয়েলকাম টিউন হিসেবে নিতে পারবেন। ‘বাংলাদেশ’ গানটির ওয়েলকাম টিউন কোড 4631749

গ্রামীণফোন গ্রাহকরা এই গানটি ওয়েলকাম টিউন হিসেবে নিতে হলে অনুসরণ করুন এই নির্দেশনা- মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন :  WT4631749 send to 4000

রবি গ্রাহকরা এই গানটি ওয়েলকাম টিউন হিসেবে নিতে হলে অনুসরণ করুন এই নির্দেশনা- মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন :  get4631749 send to 8466

এয়ারটেল গ্রাহকরা এই গানটি ওয়েলকাম টিউন হিসেবে নিতে হলে অনুসরণ করুন এই নির্দেশনা- মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন :  CT4631749 send to 3123

টেলিটক গ্রাহকরা এই গানটি ওয়েলকাম টিউন হিসেবে নিতে হলে অনুসরণ করুন এই নির্দেশনা- মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন :  TT4631749 send to 5000

বাংলালিংক গ্রাহকরা এই গানটি ওয়েলকাম টিউন হিসেবে নিতে হলে অনুসরণ করুন এই নির্দেশনা- মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন :  down56266 send to 2222


‘বাংলাদেশ’ গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি ও কণ্ঠশিল্পী কর্নিয়া। এর কথা লিখেছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্পেশাল করেসপন্ডেন্ট (হেড অব বিনোদন) জনি হক, সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এরই মধ্যে ইউটিউবে এটি এক লাখেরও বেশি বার দেখা হয়েছে।

আরফিন রুমি ও কর্নিয়ার পাশাপাশি এই মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় তারকারা। তারা হলেন- মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, আনিসুর রহমান মিলন, অপু বিশ্বাস, আরিফিন শুভ, মাহিয়া মাহি, মৌটুসী বিশ্বাস, জয়শ্রী কর জয়া, ফারুক আহমেদ, সাজু খাদেম, মুকিত জাকারিয়া, অ্যালেন শুভ্র, শবনম ফারিয়া, তৌসিফ মাহবুব, কাজী আসিফ, ঈশিকা, তাসনুভা তিশা ও রাজু। রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্মরণীয় কয়েকটি মুহূর্ত। গানটি তৈরির পরিকল্পনা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে বাংলানিউজের বিনোদন বিভাগ এবং নির্মাণ প্রতিষ্ঠান সিনেমাওয়ালা। ভিডিওটি সম্পাদনা করেছেন সবুজ খান, অ্যানিমেশন সাজিয়েছেন শফিকুল ইসলাম।

* বাংলানিউজের ‘বাংলাদেশ’ গানের ভিডিও লিংক :


বাংলাদেশ সময় : ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫

** ইউটিউবে সাড়া ফেলেছে ‘বাংলাদেশ’
** আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হলো ‘বাংলাদেশ’
** বিশ্বকাপ ক্রিকেট নিয়ে গাইলেন আরফিন রুমি ও কর্নিয়া
** বাংলানিউজের জন্য বিশ্বকাপ ক্রিকেট নিয়ে রাজের মিউজিক ভিডিও
** সংবাদমাধ্যমের খবরে ‘বাংলাদেশ’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।