ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফিরোজা বেগম স্মরণে আট শিল্পীর গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
ফিরোজা বেগম স্মরণে আট শিল্পীর গান

নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের খ্যাতি দেশ পেরিয়ে ছড়িয়ে আছে সমগ্র উপমহাদেশে। এই প্রথিতযশা সংগীতশিল্পী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন গত বছরের ৯ সেপ্টেম্বর।

তার স্মরণে গান গেয়েছেন আটজন শিল্পী- মোহাম্মদ আসাফউদ্দৌলাহ, ইয়াসমীন মুশতারী, সুস্মিতা আনিস, মোহাম্মদ শোয়েব, অনুপমা মুক্তি, মাজহারুল ইসলাম তালাশ, মিমি ফারহানা হক ও শেখ রুহুল আমিন।

মোহাম্মদ আসাফউদ্দৌলাহ ফিরোজা বেগমের সহোদর। ফিরোজা বেগমকে নিয়ে নিজের লেখা ও সুর করা একটি গানও শুনিয়েছেন তিনি। গানের পাশাপাশি করেছেন বিভিন্ন স্মৃতিচারণাও। তাদের গান ও স্মৃতিচারণা নিয়ে তৈরি হয়েছে ‘ফিরোজা বেগম-স্মৃতিতে, আদরে’ নামের অনুষ্ঠান। মাছরাঙা টিভিতে ৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় প্রচার হবে এটি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।