ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নতুন জীবনে শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
নতুন জীবনে শ্রেয়া ঘোষাল শিলাদিত্য ‍ও শ্রেয়া ঘোষাল

ভারতের জনপ্রিয় কন্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল বিয়ে করে ঘর বাঁধলেন। দীর্ঘদিনের প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি।

শৈশব থেকে তাদের বন্ধুত্ব ও প্রেম।

৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ঘরোয়া পরিসরে বাঙালি ঐতিহ্য মেনেই শ্রেয়া ও শিলাদিত্যর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এখানে শুধু দুই পরিবারের আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠরাই ছিলেন। তবে শিগগিরই বর-কনের সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধুদের জন্য বড়সড় অনুষ্ঠানের আয়োজন করা হবে।  

আজ সকাল সাড়ে আটটায় নিজের টুইটার ও ফেসবুক পেজে ৩০ বছর বয়সী শ্রেয়া বলেছেন, ‘গতকাল রাতে আমার জীবনের ভালোবাসাকে বিয়ে করেছি। আমরা দু’জনই জীবনের নতুন অধ্যায়ে সবার শুভকামনা চাই। ’

২৯ জানুয়ারি টুইটার ও ফেসবুকে আরেকটি স্ট্যাটাসে বিয়ের আভাস দিয়েছিলেন শ্রেয়া। ওইদিন তিনি বলেন, ‘বুঝতে পারছি না, আমি খুব নার্ভাস নাকি খুব উচ্ছ্বসিত! এমন অনুভূতি কখনও হয়নি। যা কিছুই হোক আপনাদের জানাবো। ’

শিলাদিত্য মুম্বাইয়ের একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্যোক্তা। গত বছরের শেষ ভাগে তার বিয়ের প্রস্তাব পেয়ে রাজি হয়ে যান শ্রেয়া।

১৯৮৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে শ্রেয়া ঘোষালের জন্ম। তার পূর্বপুরুষ বাংলাদেশের ঢাকার বিক্রমপুরের অধিবাসী। ২০০০ সালে ভারতের জিটিভির ‘সারেগামাপা’ সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণের পর নজর কাড়েন শ্রেয়া ঘোষাল। ফলশ্রুতিতে ২০০২ সালে সঞ্জয়লীলা বানসালির ‘দেবদাস’ ছবির ‘সিলসিলা ইয়ে চাহাত কা’, ‘বৈরি পিয়া’, ‘ছালাক ছালাক’, ‘মোরে পিয়া’ এবং ‘ডোলা রে ডোলা’ গানগুলোতে কণ্ঠ দেন তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। সেরা গায়িকা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, আরডি বর্মণ পুরস্কারসহ অনেক পুরস্কার পান।

এখন পর্যন্ত প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন শ্রেয়া ঘোষাল। হিন্দি ছবির পাশাপাশি বাংলা, নেপালি, তেলেগু, তামিল, ভোজপুরি, মারাঠি, কান্নাড়া, পাঞ্জাবি, গুজরাটি, মালয়ালাম, ওড়িয়া ও অসমিয়া ভাষায় গান গেয়েছেন তিনি। শ্রেষ্ঠ গায়িকা হিসেবে চারবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্রেয়া।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।