ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কুপ্রস্তাবে আপস করতে হয়নি বিদ্যাকে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
কুপ্রস্তাবে আপস করতে হয়নি বিদ্যাকে বিদ্যা বালান

বলিউডে বিশেষ সম্পর্ক স্থাপনের বিনিময়ে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার ঘটনা অহরহ ঘটে। এটাকে বলা হয় কাস্টিং কাউচ।

তবে কখনও এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি বিদ্যা বালানকে। তিনি নিজেই জানিয়েছেন সে কথা।

বিদ্যার মতে, পর্দায় মুখ দেখানোর চেয়ে অভিনয়ের প্রতি নেশা বেশি ছিলো বলে কুপ্রস্তাবে আপস করতে হয়নি তাকে। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বলেন, ‘কখনও কাস্টিং কাউচের শিকার হতে হয়নি, এজন্য আমি খুব ভাগ্যবতী। এর কারণ কাজ পাওয়ার জন্য কখনও মরিয়া ছিলাম না। অভিনয় বরাবরই আমার নেশা ছিলো। এতো বছরের ক্যারিয়ারে আমাকে আঘাত করার মতো এমন কিছু কেউ কখনও বলেননি। অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কখনও কাউকে এমন কিছু করার সুযোগ দেইনি। ’

 

সুযোগ-সন্ধানীদের নজর থেকে বাঁচতে উঠতি নায়িকাদের জন্য পরামর্শ দিতে গিয়ে ৩৭ বছর বয়সী বিদ্যা বলেছেন, ‘সবই নির্ভর করে যার যার ওপর। কখনও দুর্ভাগ্যজনকভাবে এমন কিছু জীবনে ঘটলে নিজের সমালোচনা করা ঠিক নয়। কোনও চরিত্র কিংবা ছবি কখনও সব হয়ে উঠতে পারে না। ’

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।