ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘মেঘের ওপারে’ ফাহমিদা নবী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
‘মেঘের ওপারে’ ফাহমিদা নবী

অনেকদিন পর আবার নাটকের সূচনা সংগীতে কণ্ঠ দিলেন ফাহমিদা নবী। নতুন ধারাবাহিক নাটক ‘মেঘের ওপারে’র জন্য গাইলেন তিনি।



‘ভবের ঘরে বসছে মেলা দোকান সারি সারি/ সাদা ফেলে কালো কিনে উড়াই জীবনঘুড়ি/ এ-পাড়ে মেঘের এ-পাড়ে...’ কথার গানটির একটি সংস্করণে ফাহমিদার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এর সুরকার পাপি মনা। সংগীতায়োজনে ফুয়াদ নাসের বাবু। গানের কথা লিখেছেন ধারাবাহিকটির পরিচালক কাফী বীর।

ফাহমিদা নবী বলেন, ‘এর আগে বেশকিছু নাটকের সূচনা সংগীত গেয়েছি। এবারের গানটিও ভালো হয়েছে। এর  কথায় মানুষের জীবনের কথা বলা হয়েছে। ’

লোপা কায়সারের উপন্যাস অবলম্বনে ‘মেঘের ওপারে’ ধারাবাহিকটি চ্যানেল আইয়ের জন্য তৈরি হচ্ছে। অভিনয়ে হাসিন, সাজ্জাদ, মাহবুবা রেজানূর, শিরিন বকুল, মুনিরা ইউসুফ মেমী, শাহ আলম দুলাল প্রমুখ। নাটকটির ১৩ পর্বের চিত্রায়ন হয়েছে। ঈদের পর থেকে ধারাবাহিকটির প্রচার শুরু হবে।



বাংলাদেশ সময় :  ১৪০৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।