সালাহউদ্দিন আহমেদ পলাশ বাংলাদেশি আলোকচিত্রী। থাকেন ঢাকায়।
এ বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দুইশ’রও বেশি আলোকচিত্রীর ছবি জমা পড়ে। তাদের মধ্য থেকে সেরা পাঁচে উঠে এসেছে সালাহউদ্দিন আহমেদ পলাশের নাম। তিনি মনোনীত হয়েছেন পুরস্কারের জন্য। হাজারীবাগ ট্যানারিতে তোলা পলাশের ছবিগুলো বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসিত হয়েছে। পুরস্কার হিসেব তিনি পাচ্ছেন নগদ অর্থ। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হবে তার ছবি।
ফটো সাংবাদিক ইয়ান পেরির নামানুসারে প্রতি বছর এ পুরস্কার দেওয়া হয়। ১৯৮৯ সালে রোমান বিপ্লবের সময় দায়িত্ব পালনকালে নিহত হন তিনি।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
কেবিএন/জেএইচ