জয়া আহসান আসছেন। আরও বড় ক্যানভাসে।
সৃজিতের কথায়, ‘রাজকাহিনি মূলত হিরোইজমের গল্প। পুরোপুরি নারীশক্তির প্রতি সম্মান। তাদের উত্থান। তাদের বিদ্রোহ ঘোষণা। এটাই আমার সবচেয়ে জোরালো নারীকেন্দ্রিক ছবি। মা দুর্গার অসুর বধের সঙ্গে মিলে যায়।
ছবিটির প্রেক্ষাপট ১৯৪৭ সালের দেশভাগ। জয়া এতে অভিনয় করেছেন রুবিনা চরিত্রে। আরও আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির, পার্নো মিত্র, লিলি চক্রবর্তী, প্রিয়াংকা সরকার, সুদীপ্তা চক্রবর্তী, সায়নী ঘোষ, ধৃতিমান ঘোষ, ঋদিমা ঘোষ, দিতিপ্রিয়া রায়, এনা সাহা, কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ, রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, ব্রাত্য বসু, কৌশিক সেন, যীশু সেনগুপ্ত প্রমুখ।
সৃজিত জানিয়েছেন, আগামী ১৫ আগস্ট ছাড়া হবে ছবিটির ট্রেলার। আর গানের ভিডিও মুক্তি দেওয়া হবে সেপ্টেম্বরে।
ছবিটিতে গান গেয়েছেন রেখা ভরদ্বাজ, ওস্তাদ রশীদ খান, কবির সুমন, শ্রীকান্ত আচার্য, অরিজিৎ সিং, লগ্নজিতা চক্রবর্তী, রূপঙ্কর, অনুপম রায়, বাবুল সুপ্রিয়, সিধু, রূপম ইসলাম, লোপামুদ্রা মিত্র, শ্রাবণী সেন, অন্বেষা ও কৌশিকী চক্রবর্তী।
বাংলাদেশ সময়: ১১১০ ঘন্টা, আগস্ট ২, ২০১৫
কেবিএন/জেএইচ