মাশরাফি বিন মূর্তজা দৌড়ে এসে বল করলেন। তা মোকাবেলা করলেন ভারতীয় ব্যাটসম্যান।
গল্পে ভুল করে ভারতে চলে আসা পাকিস্তানি শিশু শাহিদাকে তার দেশে ফিরিয়ে দিয়ে আসতে ট্রাভেল এজেন্টের শরণাপন্ন হয় পবন। ট্রাভেল এজেন্সির কার্যালয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশের নামও লাল অক্ষরে দেখা গেছে।
ভারত ও পাকিস্তান-সহ বিশ্বের বিভিন্ন দেশে গত ১৭ জুলাই মুক্তি পেয়েছে ‘বজরঙ্গি ভাইজান’। তবে বাংলাদেশি দর্শকদের হাতেও এসেছে ছবিটি, অবৈধভাবে। কোনোটা হল প্রিন্ট, কোনোটা মোটামুটি মানের। বাংলাদেশেও এখন ছবিটি দেখা হচ্ছে দেদার।
এদিকে সালমানের মতো সুপারস্টারের ছবির দুটি দৃশ্যে বাংলাদেশের উপস্থিতি থাকাটা ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। কবির খান পরিচালিত ছবিটি শুধু ভারতেই আয় করেছে ২৮৩ কোটি ১৬ লাখ রুপি।
বাংলাদেশ সময় : ১০৫১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
জেএইচ