ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

উদ্বোধনী ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’

জানুয়ারিতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
জানুয়ারিতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৪তম আসর বসবে আগামী বছরের জানুয়ারিতে। এবারের আয়োজনের প্রতিপাদ্য- ‘উন্নত ছবি, উন্নত দর্শক, উন্নত সমাজ’।

এর আয়োজন করছে রেইনবো ফিল্ম সোসাইটি।

২০১৬ সালের ১৪ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে উৎসবের উদ্বোধন হবে। উদ্বোধনী ছবি নির্বাচিত হয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘আন্ডার কনস্ট্রাকশন’। উৎসব চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।

গত ২৯ জুলাই সন্ধ্যায় ঢাকা ক্লাবে প্রীতি সম্মিলনির আয়োজন করেন উৎসব আয়োজক রেইনবো ফিল্ম সোসাইটির আহমেদ মুজতবা জামাল। তিনি বললেন, ‘১৯৭৭ সাল থেকে এই সংগঠনটি উৎসব করে আসছে। আমাদের লক্ষ্য বাংলাদেশের উন্নত চলচ্চিত্র সংস্কৃতির প্রচারণার পাশাপাশি সেলুলয়েডের মাধ্যমে বৈশ্বিক যোগাযোগ ও সামাজিক প্রাসঙ্গিকতায় শামিল হওয়া। ’

বাংলাদেশ সময় : ১৭৩২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।