ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আসিফের ‘পোটকরা টু ম্যানহাটান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
আসিফের ‘পোটকরা টু ম্যানহাটান’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘গত কয়েক বছর ধরে আমার আত্মজীবনী প্রকাশের খবর বেরিয়েছে। ব্যাপারটা চাপাবাজির পর্যায়ে চলে যাচ্ছিলো।

গত কিছুদিন ধরে ফেসবুকে আমি নিয়মিত লেখালেখি করার কারণে ভক্ত ও শুভাকাঙ্ক্ষী মহল থেকে বই প্রকাশের দাবি উঠেছে। নতুন খবর হলো, আমার প্রথম প্রকাশিতব্য লেখা বই প্রায় গুছিয়ে এনেছি’- ফেসবুকে নিজের এক স্ট্যাটাসে এ তথ্য দিয়েছেন আসিফ আকবর।  

জনপ্রিয় এই কণ্ঠশিল্পর প্রথম গ্রন্থের নাম রাখা হয়েছে ‘পোটকরা টু ম্যানহাটান’। তবে বইমেলায় নয়, তার আগেই কিংবা মেলার পরে পাঠকদের হাতে আসবে এটি।

লেখালেখি প্রসঙ্গে আসিফ বলেছেন, ‘সত্যি বলতে আমার মাথায় যা আসে তা-ই লিখছি এবং লিখবো। আমি পেশাদার লেখক নই। লেখার ব্যাকরণ জানি না। তাই লেখক হওয়ার কোনো আশঙ্কা নেই। ’

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।