ঢাকা: ভাওয়াইয়া গানের উৎপত্তি, ক্রমবিকাশ এবং শুদ্ধভাবে ভাওয়াইয়া গান পরিবেশনের রীতি সম্পর্কে ধারণা দিতে রংপুরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ভাওয়াইয়া বিষয়ক কর্মশালা।
সোমবার (০৩ আগস্ট) রংপুর নিউইঞ্জিনিয়ার পাড়ায় ভাওয়াইয়া শিল্পীদের সংগঠন “ভাওয়াইয়া অঙ্গন” কার্যালয়ের আব্বাসউদ্দীন মঞ্চে রংপুরের বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত এ কর্মশালার উদ্বোধন করেন।
পাঁচ দিনব্যাপী এ কর্মশালা পরিচালনা করবেন ভাওয়াইয়া অঙ্গনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী, গীতিকার, সুরকার ও বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক একেএম মোস্তাফিজুর রহমান।
কর্মশালায় রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারীর অর্ধ শতাধিক প্রশিক্ষনার্থী অংশ নিচ্ছেন।
সাহস মোস্তাফিজের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ভাওয়াইয়া পরিবেশন করেন মাহমুদা আখতার মিলা, রণজিৎ কুমার রায়, প্রতিমা রাণী রায়, বিশ্বনাথ মোহন্ত, বিশ্বনাথ রায়, আইনুল ইসলাম রাজা, রণজিৎ কুমার কর্মকার, মো. ফিরোজ কবির, সামিউল হাসান লিটন, জান্নাতুল মাওয়া ইতি, সুশান্ত সরকার সুরেশ, মো. সিরাজ উদ্দীন, মো. আব্দুস সালাম, কমল কৃষ্ণ রায়, মো. আমজাদ হোসেন সরকার এবং অরুণ চন্দ্র বর্মণ।
আয়োজক সংগঠনের রংপুর বিভাগীয় শাখার সভাপতি খন্দকার মো. সাইদুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বেতারের আঞ্চলিক পরিচালক মো. আবদুল হক, প্রখ্যাত গীতিকার খাদেমুল ইসলাম বসুনিয়া।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
এটি