অবশ্য স্বল্পদৈর্ঘ্য নয়, নির্মাতা বলছেন ‘মুক্তদৈর্ঘ্যের চলচ্চিত্র’। ব্যাপ্তি ২০ মিনিটের।
হাতিরঝিলে গত ৮ আগস্ট সারারাত এর দৃশ্যধারণ হয়েছে। হিমু বাংলানিউজকে বলছেন, ‘গল্পটি একজন পতিতা এবং একজন কবির। আগের দিন রাত থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত কাজ করেছি আমরা। ’ নির্মাণ করেছেন শাহাদাত রাসেল। গল্প, চিত্রনাট্যও তার। তিনি জানাচ্ছেন, কবি ও পতিতার আলাপচারিতার মধ্য দিয়ে রাষ্ট্রব্যবস্থা, পুরুষের প্রতি নারী আর নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি উঠে এসেছে।
এতে কবির ভূমিকায় অভিনয় করেছেন জামশেদ শামীম। নির্মাতা জানিয়েছেন, বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে ছবিটি।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
কেবিএন/জেএইচ