রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান নিয়ে একক অ্যালবাম সাজালেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। নাম ‘বাদল ধারার ঝর ঝরে’।
এতে গান রয়েছে ১০টি। এগুলোর রেকর্ডিং হয়েছে কলকাতায়। সংগীতায়োজন করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। গানগুলো হলো- কদম্বেরই কানন ঘেরি, বজ্রমানিক দিয়ে গাঁথা, আমার নিশীথরাতের বাদল ধারা, অনেক কথা বলেছিলাম, ধরনীর গগনের মিলনের ছন্দে, কোথা যে উধাও হল, হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, পুব-হাওয়াতে দেয় দোলা, নূপুর বেজে যায় রিনিরিনি, আমি শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি।
বন্যার অ্যালবামের পাশাপাশি কবিগুরুর প্রয়াণ দিবসে ইমপ্রেস অডিও ভিশন বাজারে এনেছে রবীন্দ্রসংগীত শিল্পী মেরিনা শওকত আলীর কণ্ঠে ‘অবাক হয়ে শুনি কেবল শুনি’। এতে গান রয়েছে ৯টি। এগুলো হলো- আনন্দলোকে মঙ্গলালোকে, সকাতওে ঐ কাঁদিছে সকলে, সখী, ভাবনা কাহারে বলে, যখন পড়বে না মোর, পুরানো সেই দিনের কথা, তুমি কেমন করে গান করো, তুমি রবে নীরবে, যদি তোর ডাক শুনে, ভরা থাক্ স্মৃতিসুধায়। সংগীতায়োজন করেছেন মীর মাসুম।
বাংলাদেশ সময় : ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
জেএইচ