ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আবার স্করসিস-ডিক্যাপ্রিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
আবার স্করসিস-ডিক্যাপ্রিও লিওনার্ডো ডিক্যাপ্রিও ও মার্টিন স্করসিস

মার্টিন স্করসিস আর লিওনার্ডো ডিক্যাপ্রিওর জুটি মানেই অন্যরকম ছবি। এর আগে পাঁচবার সে প্রমাণ পাওয়া গেছে।

ষষ্ঠবারের মতো তারা একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। এরিক লারসনের জনপ্রিয় উপন্যাস ‘দ্য ডেভিল ইন দ্য হোয়াইট সিটি: মার্ডার, ম্যাজিক অ্যান্ড ম্যাডনেস অ্যাট দ্য ফেয়ার দ্যাট চেঞ্জড আমেরিকা’ অবলম্বনে তৈরি হবে ছবিটি।

২০০৩ সালে প্রকাশিত বইটির স্বত্ত্ব চার বছর পর কিনে নেয় প্যারামাউন্ট পিকচার্স। এর চিত্রনাট্য তৈরি করছেন বিলি রে (ক্যাপ্টেন ফিলিপস, দ্য হাঙ্গার গেমস)। ২০১০ সাল থেকে ‘দ্য ডেভিল ইন দ্য হোয়াইট সিটি’ নামের ছবিটিতে কাজের পরিকল্পনা করছিলেন ডিক্যাপ্রিও।

গল্পটা স্থপতি ড্যানিয়েল বার্নহ্যাম ও সিরিয়াল কিলার ড. এইচ. এইচ. হোমসকে ঘিরে। ১৮৯৩ সালের প্রেক্ষাপটে শিকাগো ওয়ার্ল্ড’স ফেয়ার ‘হোয়াইট সিটি’ নামে পরিচিত ছিলো। এটি গড়ে তোলেন বার্নহ্যাম। অন্যদিকে মেলার কাছেই দৃষ্টি আকর্ষণের জন্য একটি হোটেল ব্যবহার করতেন হোমস। বয়স সাতাশের নিচে এমন ২০০ জনকে খুন করেছেন তিনি। তাদের মধ্যে বেশিরভাগই তরুণী। ডিক্যাপ্রিও অভিনয় করবেন হোমস চরিত্রে।

স্করসিস ও ডিক্যাপ্রিও প্রথমবার কাজ করেন ২০০২ সালে (গ্যাংস অব নিউইয়র্ক)। এরপর একে ‘দ্য এভিয়েটর’ (২০০৪), ‘দ্য ডিপার্টেড’ (২০০৬), ‘শাটার আইল্যান্ড’ (২০১০) এবং ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ (২০১৩) ছবিতে।

এদিকে ডিক্যাপ্রিওর নতুন ছবি ‘দ্য রিভেন্যান্ট’ মুক্তি পাবে আগামী ২৫ ডিসেম্বর। এটি পরিচালনা করেছেন আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু। অন্যদিকে স্করসিসের নতুন ছবি ‘সাইলেন্স’-এ অভিনয় করেছেন অ্যান্ড্রু গারফিল্ড, কেন ওয়াতানাবি ও লিয়াম নিসন।  

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এমএ/বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।