গল্পটির কাহিনীকাল প্রায় ৭৩ বছরের। সেখানে ভৈরবের অস্তিত্ব ৭১ বছর।
এটি ‘ভৈরব’ নাটকের গল্প। কাজী শাহেদ আহমেদের মুক্তিযুদ্ধের উপন্যাস অবলম্বনে তৈরি হলো ধারাবাহিকটি। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মুনিরা মিঠু, রওনক হাসান, হাসিন রওশন, শাহেদ শরীফ খান, সাবিহা জামান, হারুনুর রশীদ, বিথী রানী সরকার, সৈকত প্রামাণিক, তিনু করিম, মাহবুবা রেজানুর প্রমুখ।
এর চিত্রনাট্য লিখেছেন সঞ্চয় কান্ত, পরিচালনায় তাহের শিপন। চ্যানেল আইতে আগামীকাল ১২ আগস্ট থেকে সপ্তাহের প্রতি বুধবার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে।
বাংলাদেশ সময় : ১৭৪৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
জেএইচ