যতো দোষ ওই শেয়ার মার্কেটের! জনের হাতে খালি ব্যাগ (পড়ুন ঝোলা) ধরিয়ে দিয়ে, বাসের ছাদে উঠিয়ে দিয়ে; দিব্যি নিজে ফুলে-ফেঁপে অস্থির! ঘরের বউ ক্ষিপ্ত, এতোগুলো টাকা খোয়া গেলো! থাকবেই না সে আর। থাকেও না।
শেষমেষ এ রকম ‘স্বার্থপর, বদমেজাজি’ বউ জুটলো জনের কপালে! বউয়ের নাম মেহজাবিন। একে নিয়েই গল্প। নাটকের নামও ‘বউ’। লিখেছেন ও পরিচালনা করেছেন ইমেল হক। গতকাল শুক্রবার (১৪ আগস্ট) থেকে শুরু হয়ে দৃশ্যধারণ এখনও চলছে।
বউ তো চলে গেলো, তারপর? এরা ভেবে বসে থাকে, সাময়িক রাগ। কোথায় আর যাবে, রাগ কমলে ফিরে আসবেই। কিন্তু বউ না, আসে ডিভোর্স লেটার। এখানেই শেষ না, গল্প আরও বাকি আছে। জন-মেহজাবিন তো আছেনই, আরও আছেন মুসাফির সৈয়দ, হিরু খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘন্টা, আগস্ট ১৫, ২০১৫
কেবিএন/জেএইচ