রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় ঘটনা শুরু এভাবে ‘রায়বাহাদুর কিষনলালের স্যাকরা জগন্নাথ, সোনারুপোর সকল কাজে নিপুণ তাহার হাত। ’ জগন্নাথের ছেলে মাধো।
মাধোকে নিয়েই কাহিনী। কবিতার নাম ‘মাধো’। এ কবিতা থেকে তৈরি হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কবিতা থেকে চিত্রনাট্য লিখেছেন অলোক বসু। এতে মাধোর বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করছেন আজাদ আবুল কালাম ও নাজনীন হাসান চুমকী।
রয়েছেন মঞ্চের আরও একঝাঁক অভিনেতা- কাজী উজ্জ্বল, লিটু সাখাওয়াৎ, বিশ্বজিৎ সরকার। নবাবগঞ্জের কলাকোপা, বান্দুরা- ওই এলাকায় ‘মাধো’র দৃশ্যধারণ চলছে। পরিচালনা করছেন সুমনা সিদ্দিকী। অলোক বসু বাংলানিউজকে জানালেন, সরকারি অনুদানে তৈরি হচ্ছে ছবিটি।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
কেবিএন/জেএইচ