গাড়ি চালানোর সময় সাধারণত সিটবেল্ট পরতেন না শিলাজিৎ। শিলাজিৎ মজুমদার, তারুণ্য মাতানো কণ্ঠশিল্পী।
ঘটনা ২৬ আগস্টের। ভোরবেলা। শিলাজিতের ছেলে ধী মজুমদার যাচ্ছিলো হর্স রাইডিং ক্লাসে। শিলাজিৎ যেমনটা লিখছেন ফেসবুকে, ‘বাইপাস ধরে যাওয়ার সময় রুবি থেকে ট্যাগোর পার্ক যাওয়ার পথে একটা বাস ওকে চাপা দেওয়ায়, ওর গাড়িটা রাস্তা থেকে প্রায় ত্রিশ ফুট নিচে একটা খালে পড়ে যায়। ’
কিন্তু না, গুরুতর কোনো ক্ষতি হয়নি ধীর। সে বেঁচে আছে। শিলাজিৎ বলছেন, ‘ও এখনও আছে, কারন ও সিটবেল্ট পরেছিলো’।
শিলাজিতের কণ্ঠে অভিযোগ, ‘যে বাসটা ওকে বাধ্য করেছিলো খালে পড়তে, সেই বাসের কন্ডাক্ট্রর, ড্রাইভার বা বাকি যাত্রীরাও ঘুরে তাকায়নি’। খালের পাশে কর্তৃপক্ষের পক্ষ থেকেও নেই কোনো সতর্কতামূলক সাইনবোর্ড। বলছেন, ‘ধী বেঁচে আছে। ওরাও বেঁচে থাকবে। কোনো দানব কোনোদিনই খোঁজ রাখেনা পিগমি র্যাট বাঁচলো কিনা। ’
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
কেবিএন/