হৃতিক রোশনের সঙ্গে নৈশভোজের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও না রাখায় কোমল পানীয় প্রতিষ্ঠান কোকাকোলার বিরুদ্ধে মামলা হলো ভারতে। হরিয়ানার পাঁচকুলা শহরের শিখা মঙ্গা চন্ডিগড় আদালতে এই মামলা দায়ের করেছেন।
ঘটনাটা ১৫ বছর আগের, ২০০০ সালের। তখন ‘কহো না পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন হৃতিক রোশন। কোকাকোলা এক প্রতিযোগিতার আয়োজন করে প্রতিশ্রুতি দিয়েছিলো, বিজয়ীদেরকে ডুগ্গুর (হৃতিকের ডাকনাম) সঙ্গে নৈশভোজের সুযোগ দেওয়া হবে। কিন্তু পরবর্তী সময়ে তা আর রাখা হয়নি।
শিখার বয়স এখন ৩৪ বছর। আদালতে বলা হয়েছে, ২০০০ সালে চন্ডিগড় শিল্প এলাকায় কোকাকোলার বিপণন কার্যালয়ে গিয়ে নিজের পুরস্কার দাবি করেছিলেন তিনি। হৃতিকের সঙ্গে নৈশভোজের পরিবর্তে ম্যানেজার তাকে ৫ লাখ রুপি নেওয়ার প্রস্তাব দেন। কিন্তু শিখা তা প্রত্যাখান করেন। এখন আদালতে ক্ষতিপূরণ হিসেবে কোকাকোলার কাছে আড়াই কোটি রুপি দাবি করেছেন তিনি। আগামী ২৪ আগস্ট মামলার শুনানি হবে।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
জেএইচ