ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কানাডা যাচ্ছেন বিশ্বজিৎ, চন্দন ও ফেরদৌস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
কানাডা যাচ্ছেন বিশ্বজিৎ, চন্দন ও ফেরদৌস (বাঁ থেকে) কুমার বিশ্বজিৎ, চন্দন সিনহা ও ফেরদৌস

কানাডার টরন্টোতে আগামী ২১ ও ২২ নভেম্বর হতে যাচ্ছে বাংলাদেশ উৎসব ২০১৫। এখানে সংগীত পরিবেশন করতে যাবেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও চন্দন সিনহা।

এ ছাড়া নৃত্য পরিবেশন করবেন চিত্রনায়ক ফেরদৌস।

ভিক্টোরিয়া পার্ক অ্যান্ড লরেন্সের ১৯০ রেলসাইড রোডে টরন্টো ইন্টারন্যাশনাল প্যাভিলিয়নে এর আয়োজন করেছে কানাডার সর্বাধিক পঠিত একটি বাংলা পত্রিকা। এখানে বিশ্বজিৎ ও চন্দনের পাশাপাশি গান গাইতে যাবেন মৌটুসী, লাবিবা নুসরাত বৃষ্টি, শিরিন চৌধুরী, নিলুফার বানু লিলি।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন কবি রফিক আজাদ, কবি আসাদ চৌধুরী ও ছড়াকার লুৎফর রহমান রিটন। বাংলা একাডেমীর সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার পাওয়ায় অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে কবি, লেখক ইকবাল হাসান ও চিত্রশিল্পী, লেখক সৈয়দ ইকবালকে।

এই আয়োজনে যাওয়া প্রসঙ্গে চন্দন সিনহা বাংলানিউজকে বললেন, ‘আমি সচরাচর কনসার্চ করি না। আড়ালে থাকতেই পছন্দ করি। অনেকদিন পর দেশের বাইরে গাইতে যাচ্ছি। আশা করি, প্রবাসীদের মন ভরাতে পারবো। ’

বাংলাদেশ সময় : ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।