ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রযোজক হিসেবে শাহরুখ কেমন?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
প্রযোজক হিসেবে শাহরুখ কেমন? শাহরুখ খান ও কৃতি স্যানন

শিরোনামের প্রশ্নটির উত্তর দিলেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। তারা একসঙ্গে কাজ করেছেন ‘দিলওয়ালে’ ছবিতে।

এর প্রযোজকও শাহরুখ খান। মানসম্পন্ন ছবি বানাতে কতো বেশি খরচ হচ্ছে তা নিয়ে মোটেও দুশ্চিন্তা করেন না তিনি।

‘হিরোপান্তি’র মাধ্যমে বলিউডে পা রাখা কৃতি প্রযোজক শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি এক অনুষ্ঠানে ২৫ বছর বয়সী এই অভিনেত্রী বললেন, ‘প্রযোজক হিসেবে স্যার (শাহরুখ) এতোটাই শান্ত যে আপনারা কল্পনা করতে পারবেন না! আমার তো মনে হয়, তিনি পানির মতো টাকা খরচ করার মনোভাব নিয়ে চলেন। যে কাজটা ভালো হবে, তাতে কতো টাকা ব্যয় হচ্ছে কখনও তা নিয়ে মাথা ঘামাতে দেখিনি তাকে। ’

পরিচালক রোহিত শেঠির সঙ্গে মিলে ‘দিলওয়ালে’ প্রযোজনা করছেন শাহরুখ। বলিউড বাদশা সবসময় বলেন, অনেক মানুষ একসঙ্গে এসে পয়সা খরচ করে ছবি দেখে, তাই ভালো জিনিস তাদের প্রাপ্য।

ইতিমধ্যে মুক্তি পেয়েছে ‘দিলওয়ালে’র ট্রেলার। গাড়ির স্টান্ট, অ্যাকশন দৃশ্য এবং দারুণ সব জায়গা দেখেই বোঝা যাচ্ছে, হিসাব ছাড়া খরচ করা হয়েছে। ছবিটিতে কৃতি অভিনয় করেছেন বরুণ ধাওয়ানের বিপরীতে। তাকে দেখা যাবে শাহরুখের ছোট ভাইয়ের ভূমিকায়।

ছবিটিতে একসঙ্গে কাজ করতে গিয়ে শাহরুখের অভিনয় পদ্ধতি দেখে মুগ্ধ হয়েছেন কৃতি। অনেক কিছু শিখেছেন জানিয়ে তার ভাষ্য, ‘শাহরুখ স্যার ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে প্রচুর মহড়া করতেন। সহশিল্পীর সঙ্গে তার সংলাপ ও গতিবিধি অনুশীলন করে থাকেন তিনি। এটা না থাকলে পরিচালক ডাক পেয়ে দৃশ্যধারণের জন্য এলে নিজের কাছেই তা সাবলীল মনে হবে না। ’

‘দিলওয়ালে’র মতো বড় বাজেটের ছবি আর অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আনন্দিত কৃতি। তার কথায়, ‘এ ছবির অংশ হতে পারা আমার জন্য বড় ব্যাপার। প্রথম দিনের দৃশ্যধারণ থেকে আমরা একটা পরিবারের মতো ছিলাম। এই পরিবারের একজন ছিলাম ভাবলে মনে হয় এটা আমার জন্য আশীর্বাদ। ’     

রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর। এতে অভিনয় শাহরুখ পাঁচ বছর পর জুটি বেঁধেছেন কাজলের সঙ্গে। এর সংগীত পরিচালনা করেছেন প্রীতম চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।