‘শেক্সপিয়র লিভস ইন বাংলাদেশ’ বিষয়কে প্রতিপাদ্য করে একটি নাটক তৈরি হচ্ছে। এর নাম রাখা হয়েছে ‘অ্যা ডিফারেন্ট রোমিও অ্যান্ড জুলিয়েট’।
ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় যুক্তরাজ্যের গ্রেই থিয়েটার কোম্পানি ও ঢাকা থিয়েটার যৌথভাবে নাটকটির আয়োজন করেছে। নিদের্শনা দিয়েছেন গ্রের শিল্প নির্দেশক জেনি সিলি ও ঢাকা থিয়েটার প্রধান নাসিরউদ্দীন ইউসুফ।
আয়োজকরা জানান, আগামীকাল সকাল সাড়ে ১০টায় নাটকটির চূড়ান্ত মহড়া হবে সাভারের খাগানের ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্টে। এখানে উপস্থিত থাকবেন শিল্প নির্দেশক ও নির্দেশক।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসও/জেএইচ