পঞ্চমবারের মতো আয়োজন করা হয়েছে রাধারমণ সংগীত উৎসব। মহাত্মা রাধারমণ দত্তের শততম তিরোধান দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মাঠে এই অনুষ্ঠান হবে আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত।
রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করেছে। রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে প্রয়াত চিত্রশিল্পী কাইয়ূম চৌধুরীর স্মৃতির প্রতি। প্রতিদিন বিকেল ৫টায় থাকবে শুধুই রাধারমণের গান।
বাংলাদেশ সময় : ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
জেএইচ