ফেনী: ফেনীতে বাংলাদেশ-ভারত নজরুল চর্চা ও গবেষণা বিনিময় উপলক্ষে নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির খোন্দকার এবং বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. রেজাউল হক।
সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ ও নজরুল একাডেমীর সহ সভাপতি প্রফেসর মো. মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন নজুরুল একাডেমীর সাধারণ সম্পাদক মিন্টু রহমান, ফেনী প্রেসক্লাবের সভাপতি নুরুল করিম মজুমদার, কলকাতার অগ্নিবীণার সম্পাদক রবিন মুখোপাধ্যায়।
অ্যাডভোকেট সাইফুদ্দিন শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল একাডেমী ফেনী জেলা সভাপতি ফখরুদ্দিন আলী আহম্মেদ তিতু। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক, সহকারী পুলিশ সুপার (সদর) শাহরিয়ার আলম, জেলা তথ্য কর্মকর্তা মহিতুল আলম, জেলা কালচারাল অফিসার এসএমটি কামরান হাসান, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ওসমান হারুন মাহমুদ দুলাল, ফেনী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাজুমল হক শামীম, নজরুল একাডেমী ফেনী জেলা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভারতীয় শিল্পী শ্রী শংকর ঘোষাল, কণিকা মজুমদার, ড. বনানী দে, মঞ্জুষা চক্রবর্তী, জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়, শেখ সওগাত আলী, মিতালী বন্দোপাধ্যায়, কমলিকা চট্টোপাধ্যায়, সুমিতা বিশ্বাস, রেবা বন্দোপাধ্যায়, দিলাসা চৌধুরী, সুমিতা ভৌমিক, সুচিত্রা ঘোষ, তপন দে, রবীন মুখোপাধ্যায় সংগীত পরিবেশন করেন।
এছাড়া অনুষ্ঠানে নজরুল একাডেমী ফেনীর শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
আরএ