ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আবুল হায়াতের ‘ওয়ার্কশপ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
আবুল হায়াতের ‘ওয়ার্কশপ’

ওয়ার্কশপ করাতে তিনি ঢাকা থেকে ছুটে যান মফস্বলে। তিনি বিখ্যাত লেখক।

প্রচুর নাম-ডাক। দেশে, দেশের বাইরে। অসাধারণ তার বলার ধরণ, জ্ঞানের পরিধি। প্রভা তাই আবুল হায়াতের ওপরই ভরসা রাখেন। প্রভাও লেখক, তবে মফস্বলের। একটা সংগঠন চালান। সেখানকার সদস্যদের ওয়ার্কশপ করাতেই মফস্বলে যান আবুল হায়াত। তারপর তার ভাষ্যে উঠে আসে মুক্তিযুদ্ধ, দেশ।

গল্প এমন। এই লেখক আবুল হায়াত দেখা দেবেন নাটক ‘ওয়ার্কশপ’-এ। এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। বিজয় দিবসকে উপলক্ষ্য করেই তৈরি হয়েছে নাটকটি। আবুল হায়াত ও প্রভার পাশাপাশি এতে আরও আছেন শতাব্দী ওয়াদুদ।

নাটকের দৃশ্যধারণ শেষ। বিজয় দিবসে প্রচার হবে এটি। তবে কোন চ্যানেলে, সেটা চূড়ান্ত হয়নি এখনও।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।