চলচ্চিত্রকার হিসেবে খ্যাতি পেয়েছেন খালিদ মাহমুদ মিঠু। চিত্রশিল্পী হিসেবেও তিনি সমান পরিচিত।
জানা যায়, চীনের সাংহাইয়ের জিয়াং ইয়ানে জাতিসংঘের এশিয়ান কালচারাল আর্টিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ৪ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত গ্লোবাল পেইন্টিং আর্টিস্ট এক্সচেঞ্জ কনফারেন্সে এর আয়োজন করা হয়েছে।
আ ফ ম সালাউদ্দিনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলটি ওই সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে এই শতাব্দীর উন্নয়নের সীমানা নির্ধারণ করাসহ ২০৩০ সালের লক্ষ্য নির্দিষ্টকরণ করা হবে। এতে আমন্ত্রিত শিল্পীদের যৌথ প্রদর্শনীরও উদ্বোধন হবে। পরদিন আমন্ত্রিত শিল্পীরা ওয়ার্কশপে অংশ নেবেন ও একসঙ্গে ছবি আঁকবেন। শেষ দিন রয়েছে বিজয়ী শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘন্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসও/জেএইচ