দুই প্রজন্মের চার জনপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপা, বাপ্পা মজুমদার, কনা ও ইমরান। নিজেদের গানেই তারা সমাদৃত।
অনুষ্ঠানটিতে বাপ্পা মজুমদারকে পাওয়া যাবে সঞ্চালক হিসেবে। পাশাপাশি তিনি একটি গানও গেয়েছেন। ‘নোঙর তোলো তোলো’ গানটিতে তার সঙ্গে কোরাস গেয়েছেন বাকি তিন শিল্পী। অনুষ্ঠানে কনক চাঁপা, কনা ও ইমরান দুটি করে দেশের গান গেয়েছেন। কনক চাঁপা গেয়েছেন নিজের গাওয়া গান। অন্যদিকে কনা ও ইমরান শুনিয়েছেন শ্রোতাপ্রিয় দেশাত্মবোধক গানগুলো। কনার কণ্ঠে থাকছে ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ ও ‘রাঙামাটির রঙে চোখ’ গান দুটো। এ ছাড়া ইমরান গেয়েছেন ‘যে মাটির বুকে’ আর ‘তুমি মিশ্রিত লগ্ন মাধুরী’ শিরোনামের গান।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায়। গতকাল বুধবার (২ ডিসেম্বর) অনুষ্ঠানটির দৃশ্যধারণে অংশ নেন শিল্পীরা। এটি প্রযোজনা করেছেন রোমানা আফরোজ। তিনি জানান, অনুষ্ঠানটির নাম ও প্রচার সময় এখনও চূড়ান্ত হয়নি।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসও