প্রয়াত চলচ্চিত্র অভিনেতা মান্নার নামে প্রতিষ্ঠিত মান্না ফাউন্ডেশন সমাজসেবা ও মানবকল্যাণে কাজ করছে। জনপ্রিয় এই নায়কের মৃত্যুর পর সংগঠনটি গঠন করে তার পরিবার।
গত বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি রেস্তোঁরায় শেলী মান্নার আহ্বানে এক মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির নেতাকর্মীরা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, এখন থেকে মান্না ফাউন্ডেশনের সব ধরনের কর্মকাণ্ডে পাশে থাকবে শিল্পী সমিতি। তারা একত্রে আয়োজন করবেন মান্না উৎসবের। অনুষ্ঠানটি হবে রাজধানীর শিশু একাডেমি চত্ত্বরে।
মত বিনিময় সভায় শিল্পী সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির সাধারন সম্পাদক অমিত হাসান, সহ-সভাপতি ওমর সানি, কার্যনির্বাহী সদস্য মৌসুমী ও রিয়াজ। আরও ছিলেন শাবনূর, পপি, সাইমন ও জায়েদ খান। অনুষ্ঠানে শিল্পী সমিতির সভাপতি শাকিব খান উপস্থিত ছিলেন না।
সভায় জানানো হয়, আগামী ১ জানুয়ারি মান্না উৎসবের মধ্য দিয়ে মান্না ফাউন্ডেশন-শিল্পী সমিতির আনুষ্ঠানিক যৌথযাত্রা শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসও