অ্যাডেলকে উদ্দেশ্য করে স্টেফানি পোপ নামের এক ভক্তের লেখা প্রেমপত্র ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয়েছে দ্রুত। ২৪ ঘণ্টায় ৪৬ হাজার লাইক পড়েছে এতে।
চিঠিতে লেখা হয়েছে, ‘প্রিয় অ্যাডেল, দুই সপ্তাহ ব্রিট অ্যাওয়ার্ডসে তোমার পরিবেশনা দেখার পর আমার মিথ্যাবাদী, প্রতারক প্রেমিকের বাগদানের আংটি ফিরিয়ে দিয়ে সম্পর্কের পাট চুকিয়ে ফেলেছি। ঘরে ফিরে শোবার ঘরে তোমার গাওয়া ‘সামওয়ান লাইক ইউ’ গানটি টিভিতে চালিয়েছি। ’
এদিকে অ্যাডেলের তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘টোয়েন্টি ফাইভ’-এর জয়জয়কার চলছেই। প্রকাশের দ্বিতীয় সপ্তাহে শুধু যুক্তরাষ্ট্রের বিক্রি হয়েছে এর ১১ লাখ ১০ হাজার কপি। প্রথম সপ্তাহে আমেরিকায় রেকর্ডসংখ্যক ৩৩ লাখ ৮০ হাজার কপি বিক্রি হয়। সব মিলিয়ে শ্রোতারা কিনেছেন এর ৪৪ লাখ ৯০ হাজার কপি। ২০১১ সালের পর আর কোনো শিল্পীর এমন নজির নেই। চার বছর অ্যাডেলের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘টোয়েন্টি ওয়ান’-এর ৫৮ লাখ কপি বিক্রি হয়।
এদিকে যুক্তরাজ্যেও রেকর্ড গড়ে চলেছে ‘টোয়েন্টি ফাইভ’। প্রকাশের দ্বিতীয় সপ্তাহে সেখানে এর ৪ লাখ ৩৯ হাজার কপি বিক্রি হয়েছে। সব মিলিয়ে বিক্রি হওয়া সংখ্যাটা ছাড়িয়েছে ১২ লাখের ঘর।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
জেএইচ
** অ্যাডেলের ওপর করের বোঝা
** অ্যাডেলের অনুপ্রেরণা টেলর সুইফট
** ব্রিটনির অন্ধভক্ত অ্যাডেল
** রেকর্ডের আরেক নাম ‘হ্যালো’
** ২৪ ঘণ্টায় আড়াই কোটি বারেরও বেশি! (ভিডিও)