ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় প্রথম গম্ভীরা উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
ঢাকায় প্রথম গম্ভীরা উৎসব মুখলেসুর রহমান মুকুল ও আনোয়ার হক

লোকসংগীতের অন্যতম একটি ধারা গম্ভীরা। দেশের বিভিন্ন জেলা ও পশ্চিমবঙ্গের মালদহ অঞ্চলে গম্ভীরার প্রচলন রয়েছে।

গম্ভীরা দলবদ্ধভাবে গাওয়া হয়। এটি বর্ণনামূলক গান। এবার ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে গম্ভীরা উৎসব।

লোকজ সংস্কৃতি সুরক্ষা, বিকাশ, প্রচার-প্রসার, গবেষণা ও উৎসবের মাধ্যমে উদযাপনের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা দিয়াড়। এই সংগঠনের আয়োজনে নতুন বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে গম্ভীরা উৎসব।
 
গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক সভায় এসব তথ্য জানানো হয় দিয়াড়ের পক্ষ থেকে। সংগঠনের আহবায়ক নির্বাচিত হয়েছেন মুখলেসুর রহমান মুকুল। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আনোয়ার হক। আরও আছেন মেসবাহুর রহমান খসরু ও আবুল কালাম আজাদ (যুগ্ম আহ্বায়ক), জাহাঙ্গীর সেলিম, ইফ্ফাত আরা নার্গিস, সুজাতুল আলম কল্লোল, শাহরিয়ার মাহমুদ প্রিন্স, তহুর আহমেদ, রাশিদ পলাশ, আবদুল আওয়াল গণি জোহা ও জয়নুল আবেদীন জনি(সদস্য)।
 
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।