ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

কিশোর কুমার হতে মুখিয়ে আমির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, ডিসেম্বর ৩০, ২০১৫
কিশোর কুমার হতে মুখিয়ে আমির

ঠিকই পড়ছেন। ভারতের কিংবদন্তি গায়ক-অভিনেতা কিশোর কুমার চরিত্রে অভিনয় করতে মুখিয়ে আছেন আমির খান।

মাথার ভেতর এ নিয়ে পরিকল্পনাও সাজাতে শুরু করেছেন তিনি।

রণবীর কাপুরকে মাথায় রেখে কিশোর কুমারের জীবন নিয়ে তিন বছর ধরে ছবি বানাতে চাইছেন পরিচালক অনুরাগ বসু। এ নিয়ে অসংখ্য খবর এসেছে সংবাদমাধ্যমে। কিন্তু শিল্পীর পরিবারের সদস্যরা চিত্রনাট্য নিয়ে মোটেও খুশি নন বলে তা স্থগিত হয়ে আছে।

জানা গেছে, রণবীরের সঙ্গে ছবিটি নিয়ে আড্ডার ফাঁকে আলোচনা করেছেন আমির। ৫০ বছর বয়সী এই অভিনেতাকে রণবীর জানান, একমাত্র সঞ্জয় দত্তের জীবন নিয়ে নির্মাণাধীন ছবিতে কাজ করবেন। দ্বিতীয় কারও জীবন নির্ভর ছবিতে আপাতত তার আগ্রহ নেই। তখনই কিশোর কুমারকে নিয়ে ছবি তৈরির কাজে হাত দেবেন বলে রণবীরকে জানান আমির।

এখন নিতেশ তিওয়ারির পরিচালনায় ‘দঙ্গল’ ছবির কাজে ব্যস্ত আমির। এতে হরিয়ানার কুস্তিগীর মহাবীর ফোগাতের ভূমিকায় দেখা যাবে তাকে। এজন্য নিজের ওজনকে তিনি নিয়ে গিয়েছিলেন ৯০ কিলোতে। এখন তা কমিয়ে আনছেন। ছবিটির কাজ শেষ হলে কিশোর কুমারকে নিয়ে মাঠে নামার পরিকল্পনা আছে তার।

বাংলাদেশ সময় : ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।