ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জ্ঞান ফিরেছে শহীদুল ইসলাম খোকনের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
জ্ঞান ফিরেছে শহীদুল ইসলাম খোকনের শহীদুল ইসলাম খোকন

ঢাকা: হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকনের জ্ঞান ফিরেছে।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে তার জ্ঞান ফিরে বলে সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে জানানো হয়।



তাদের পক্ষ থেকে বলা হয়, রাজধানীর উত্তরার আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন খোকন হাত-পা নাড়ছেন এবং পরিবারের সদস্যদের কথাবার্তায় সাড়া দিচ্ছেন।

এর আগে, সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় খোকনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেসময় চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। আর বুধবার বিকেলেই এ খবর দেওয়া হলো।

গত ৩১ ডিসেম্বর দুপুরে শারীরিক অবস্থার অবনতি হয় খোকনের। তখন থেকেই উত্তরার হাসপাতালটিতে আছেন তিনি। দীর্ঘদিন ধরে খোকন বাসায় শয্যাশায়ী ছিলেন।

২০১৪ সালের ১০ সেপ্টেম্বর খোকনকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। সেখানকার বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা এ রোগের কোনো চিকিৎসা নেই জানিয়ে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেন।

অক্টোবরের শেষ দিকে দেশে ফেরার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা. আরেফিনের তত্ত্বাবধানে শহীদুল ইসলাম খোকনের পাকস্থলীতে অস্ত্রোপচারের মাধ্যমে টিউব স্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৫
জেএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।