ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

বিনোদন

অমিতাভ-ঐশ্বরিয়ার সংঘর্ষ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
অমিতাভ-ঐশ্বরিয়ার সংঘর্ষ অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন

শিরোনাম দেখে চমকে গেলেন! তেমন কিছু নয়। মতবিরোধ নিয়ে মুখোমুখি দাঁড়াচ্ছেন না তারা।

অমিতাভ বচ্চন ও পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন মুখোমুখি হচ্ছেন বক্স অফিসে।

বলিউডের মেগাস্টার অমিতাভ এখন ব্যস্ত নতুন ছবি ‘তিন’-এর কাজ নিয়ে। টানা দু’মাস ধরে কলকাতায় এর দৃশ্যধারণ চলছে। অন্যদিকে পুত্রবধূ ঐশ্বরিয়া রাই করছেন ‘সর্বজিৎ’-এর শুটিং। মজার বিষয় হলো, এ দুটি ছবিই মুক্তি পাচ্ছে একই সপ্তাহে। আগামী ২০ মার্চ মুক্তি পাচ্ছে ‘তিন’ ও ১৯ মার্চ ‘সর্বজিৎ’। এ হিসেবে বক্স অফিসে মুখোমুখি হতে হবে অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এই হিসেবে একটা অলিখিত প্রতিযোগিতায় জড়িয়ে যাচ্ছেন তারা।   

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।