ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দেড় কোটি ডলার দিলেন ডিক্যাপ্রিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
দেড় কোটি ডলার দিলেন ডিক্যাপ্রিও লিওনার্ডো ডিক্যাপ্রিও

অত্যাধুনিক নানান উপায়ে পরিবেশের সুরক্ষায় নিজের ফাউন্ডেশন থেকে দেড় কোটি মার্কিন ডলার অনুদান দিলেন হলিউড তারকা লিওনার্ডো ডিক্যাপ্রিও। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ক্রিস্টাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।



ইউএস ম্যাগাজিন জানিয়েছে, জলবায়ু পরিবর্তন সমস্যা মোকাবেলায় সামনে থেকে কাজ করার জন্য ডাভোসে সম্মানিত হয়েছেন ডিক্যাপ্রিও। তিনি এখানে বলেন, ‘উদারতাই আমাদের ভবিষ্যতের চাবিকাঠি। তাই আনন্দের সঙ্গে এলডিএফ (লিওনার্ডো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন) থেকে দেড় কোটি ডলার দেওয়ার ঘোষণা দিচ্ছি। পৃথিবীর ধারণক্ষমতা ও সুরক্ষার প্রকল্পে ব্যয় করা হবে এই অর্থ। ’

ডিক্যাপ্রিওর অনুদানের কিছু অংশ দেওয়া হবে বিলুপ্তপ্রায় ঘন বনাঞ্চল সুরক্ষায়। এর মধ্যে আছে ইকুয়েডরের আমাজন। পাম তেল শিল্পের কারণে সেখানকার বিস্তীর্ণ জমি হুমকির মুখে।

এদিকে ডিক্যাপ্রিও এখন ‘দ্য রেভেন্যান্ট’ ছবির সাফল্য উপভোগ করছেন। এর সুবাদে ৮৮তম অস্কারে সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন ৪১ বছর বয়সী এই মার্কিন অভিনেতা। আশা করা হচ্ছে, পুরস্কার উঠবে তার হাতেই।

* ‘দ্য রেভেন্যান্ট’ ছবির ট্রেলার :


* স্টার সিনেপ্লেক্সে আসছেন ডিক্যাপ্রিও!
* ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে সেরা ডিক্যাপ্রিও
* পুতিন হতে চান ডিক্যাপ্রিও
* তাহাদের পুনর্মিলন, ভক্তদের নস্টালজিয়া
* মাইনাস ৪০ ডিগ্রিতে ডিক্যাপ্রিও!
* আবার স্করসিস-ডিক্যাপ্রিও

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।