ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পহেলা বৈশাখে উড়বে ‘শঙ্খচিল’

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
পহেলা বৈশাখে উড়বে ‘শঙ্খচিল’ কুসুম সিকদার, প্রসেনিজৎ ও গৌতম ঘোষ

পহেলা বৈশাখে দুই বাংলায় মুক্তি পাবে গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’। বুধবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সনদপত্র পেয়েছে এটি।

সনদের নম্বর এল এফ-৬/২০১৬। এ তথ্য জানিয়েছে ছবি সংশ্লিষ্ট শিহাব আহমেদ সিরাজী ফেসবুকে খবরটি দিলেন।

ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার টাকিতে ছবিটির দৃশ্যধারণ শুরু হয় গত বছরের মার্চে। এরপর কাজ হয়েছে সাতক্ষীরায় ইছামতি নদীর তীরেও। ছবির চিত্রনাট্য লিখেছেন সায়ন্তনী পুততুন্ড। সীমান্তবর্তী এলাকার একটি পরিবারের গল্প নিয়ে ‘শঙ্খচিল’ ছবির কাহিনি গড়ে উঠেছে। ১৯৪৭ সালের দেশভাগ এবং পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকার মানুষের সুখ-দুঃখের গল্প তুলে ধরা হয়েছে এতে।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নি‍র্মিত ছবিটিতে ভূগোল শিক্ষক ও তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে প্রসেনজিৎ ও কুসুম সিকদার। অভিনয়ের পাশাপাশি ‘শঙ্খচিল’ প্রযোজনাও করেছেন প্রসেনিজৎ। ভারতে তার প্রযোজনা সংস্থাই এটি পরিবেশকের দায়িত্ব পালন করবে। ভারতে এরই মধ্যে সেন্সর সনদ পেয়েছে এটি। অন্য দুই প্রযোজক হলেন আশীর্বাদ চলচ্চিত্রের স্বত্ত্বাধিকারী হাবিবুর রহমান খান ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

‘শঙ্খচিল’-এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ১৫ মিনিট। এতে আরও আছেন মামুনুর রশীদ, শাহেদ আলী, সাঁঝবাতি, পশ্চিমবঙ্গের উষশী চক্রবর্তী, অরিন্দম শীল, অনুম রহমান, দীপংকর দে, প্রিয়াংশু চট্টোপাধ্যায় প্রমুখ।

ছয় বছর আগে প্রসেনজিতকে নিয়ে দুই বাংলার যৌথ প্রযোজনায় গৌতম ঘোষ পরিচালনা করেন ‘মনের মানুষ’। ওই ছবিটি ব্যাপক প্রশংসিত হয়।    

বাংলাদেশ সময় : ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
জেএইচ

* ডাবিং শেষ, ‘শঙ্খচিল’-এর ওড়ার অপেক্ষা
* একটি মুহূর্তের জন্য পাঁচ ঘণ্টার অপেক্ষা!
* শঙ্খচিলের খোঁজে ঢাকা টু সাতক্ষীরা
* ইছামতীর বুকে শঙ্খচিলের শুটিং
* প্রসেনজিৎ-কুসুমের ছবি নিয়ে বিতর্ক
* গৌতম ঘোষের ছবিতে প্রসেনজিৎ ও কুসুম
* কুসুম এখন ওপারে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।