ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাঙলা নাট্যদলের জহির আলম নাট্যোৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
বাঙলা নাট্যদলের জহির আলম নাট্যোৎসব

বাঙলা নাট্যদলের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জহির আলম পথনাট্যোৎসব। এটি হবে দ্বিতীয় আয়োজন।

দলের প্রতিষ্ঠাতা হ ম সহিদুজ্জামান ও আবিদ আহমেদের উদ্যোগে আগামী শুক্রবার (২৯ জানুয়ারী) দনিয়ার এ কে স্কুল এন্ড কলেজে শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান উদ্বোধন করবেন নাট্যজন ঝুনা চৌধুরী, সেক্রেটারি জেনারেল নাট্যজন আকতারুজ্জামান,  বাংলাদেশ পথ নাটক পরিষদের সাধারন সম্পাদক মিজানুর রহমান, গ্রুপ থিয়েটার ফেডারেশানের ঢাকা মহানগরীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ গিয়াস ও দনিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য জহির আলমের ছেলে মো. শাহ আলম।

উৎসব সম্পর্কে দল প্রধান আবিদ আহমেদ জানান, দনিয়াতে একটা সাংস্কৃতিক বলয় তৈরী হয়েছে। অনুষ্ঠানগুলোতে দর্শক সমাগমেই তা বোঝা যায়। এবারের নাট্যোৎসবে অংশ নিচ্ছে পদাতিক নাট্য সংসদ (টিএসসি), ঢাকা মৌলিক নাট্যদল, খেয়ালী নাট্যগোষ্ঠী, নাট্যপুরান ও বাঙলা নাট্যদল। জনপ্রিয় প্রযোজনা বাঙলা নাট্যদলের পথ নাটক ‘মুক্তির ছিন্ন দলিল’ মঞ্চস্থ হবে। লিখেছেন নাসির আহমেদ ও নির্দেশনায় হ ম সহিদুজ্জামান। নাটকটি অভিনয় করেছেন আবিদ আহমেদ, মৃত্তিকা হাসান প্রিয়ন্তী, সেলিম বহুরুপি, মেহজাবীন রাত্রি, নাসির আহমেদ, জামিল উদ্দিন লোটাস, সুবর্ণা আক্তার, সৈয়দ পার্ল, শামীম চৌধুরী, পলাশ খান, মাসুদ তালুকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসও/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।